Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: raiyan on June 14, 2016, 02:19:16 PM

Title: অউট লুক এক্সপ্রেসস দিয়ে ওয়েব সাইট তৈরি
Post by: raiyan on June 14, 2016, 02:19:16 PM
আমরা ওয়েব পেইজ তৈরি করার জন্যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি।ইংলিশ ওয়েব সাইট তৈরি করার সফটওয়্যার অনেক। কিন্তু

বাংলা ইউনিকোড ওয়েব পেইজ তৈরি করার ক্ষেত্রে হাতে গুনা কয়েকটি সফটওয়্যার রয়েছে। সে গুলির মাঝে ভাল ডিজাইন এর ওয়েব পেইজ

তৈরি করা কষ্টকর। কিন্তু আপনি যদি কোন সফটওয়্যার ও কোডিং ছাড়াই তা পারেন তাহলে কেমন হয়। এমনি এক জিনিষের সন্ধান দেব

আপনাদের। আউটলুক সফটওয়্যার এর দারা আপনি তা করতে পারেন। যা খুব সহজ। ওয়েব পেইজ তৈরি করার জন্য প্রথমেই

Start>Program>Outlook Express ক্লিক করুন। এখান থেকে Creat Mailmukatdirএ ক্লিক করুন। এর পর নিচের ছবি

হতে এর ইন্টের ফাইসের সাথে পরিচিত হয়ে নিনঃ-muktadir rohman

এর Body অংশে আপনার ওয়েব পেইজ এর লেখা সাজিয়ে নিন।
 
ফাইল সেভ করাঃপ্রথমেই ওয়েব নামে একটি ফোল্ডার তৈরি করুন।Format>Encoding সিলেক্ট করুন। File>Save as

ক্লিক করুন। । Save as type এ থেকে html file(*.htm*.html) সিলেক্ট করুন। এবার ওয়েব ফোল্ডার এ সেভ

করুন।

ছবি ইম্পোর্ট করাঃ- প্রথমে image নামে আগের ফোল্ডার এর  ভেতর তৈরি করুন।সেখানে  আপনার সবি পেস্ট করুন। Insert>Picture ক্লিক করুন। ব্রাউজ এ ক্লিক করে ছবির স্থান দেখিয়ে দিন।Alternate Text এআপনার নাম বা কিছু লিখুন। Layoute এ থাকা Alignment থেকে ছবির অবস্থান নির্নেয় করুন। Border Thicknessএ ছবির Border লিখুন (যেমন 1 বা২ ইত্যাদি সংখা)।