Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: raiyan on June 14, 2016, 02:44:24 PM

Title: এনিমেটেড ব্যাগ্রাউন্ড
Post by: raiyan on June 14, 2016, 02:44:24 PM
১)প্রথমে ইন্টারনেটের কোথার থেকে একটা ছবি বাহির করুন।
আমি এটা নিলাম-
ছবি
(http://www.toxiclab.org/img/200841755_picture.jpg)
২) নতুন ফ্লাস ডকুমেন্ট খুলুন। তারপরে Ctrl+J চেপে Document Properties-এ গিয়ে আপনার দৈর্ঘ্য, প্রস্থ ঠিক ক্করে নিন।
ছবি
(http://www.toxiclab.org/img/200841755_img1.gif)
৩)
সেটার পরে File > Import > Import to Stage (Ctrl+R) এবং ইম্পর্ট
করুন যেকোনো ছবি ফ্লাসে। ছবিটাকে পছন্দ করে Align Panel (Ctrl+K)-এ গিয়ে
এই করুন:
ছবি
(http://www.toxiclab.org/img/200841756_img2.gif)
৪) ডুপ্লিকাট করুন ছবিটাকে এবং সেটাকে নিচের ছবির জায়গায় বসান।
ছবি
(http://www.toxiclab.org/img/200841756_img3.gif)
৫) লেয়ার ১-এ ক্লিক করে সেটার নাম পরিবর্তন করুন। সেটার পরে ক্লিক করুন ফ্রেইম ১০০ এবং ২০০তে এবং F6 চাপুন।
৬) ফ্রেইম ১০০তে ফিরে যান এবং ছবিগুলোকে এইভাবে রাখুন-
ছবি
(http://www.toxiclab.org/img/200841758_img4.gif)
৭)
ডান ক্লিক করুন যেকোনো গ্রে জায়গায় যেটা ফ্রেইম ১ থেকে ১০০ এবং ১০০ থেকে
২০০তে এবং তার পরে Create Motion Tween বানান ডান ক্লিক করে।
ছবি
(http://www.toxiclab.org/img/200841758_img6.gif)
৮) নতুন লেয়ার তৈরী করুন ছবির লেয়ারগুলোর উপরে এবং নাম দিন সেগুলোর object. সেটার পরে ছবি খুঁজুন ব্যাগ্রাউন্ড ছাড়া।
ছবি
(http://www.toxiclab.org/img/200841759_img7.gif)
৯) Ctrl+R চেপে ইম্পর্ট করুন সেই ছবিটাকে।
১০) নিচের ছবির মত সেটা বসিয়ে দিন। এবং আপনার কাজ শেষ।
ছবি
(http://www.toxiclab.org/img/200841759_img8.gif)