Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on June 22, 2016, 05:07:17 PM
-
সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণদের দারুণ পছন্দ অনিল কুম্বলেকে। ভারতের ক্রিকেট ইতিহাসের এই তিন সেরাকে নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি নাকি ইতিমধ্যেই কুম্বলের ব্যাপারে নিজেদের সবুজ সংকেত দিয়ে রেখেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন অনিল কুম্বলে।
কোচ নিয়োগপ্রক্রিয়ায় কুম্বলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারতীয় দলের ‘পরিচালক’ হিসেবে সম্প্রতি মেয়াদ শেষ করা রবি শাস্ত্রীর। তবে উপদেষ্টা কমিটির তিন ‘তারকা’ই নাকি কুম্বলের পক্ষে মত দিয়েছেন। তবে কুম্বলের নিয়োগটা নাকি এই মুহূর্তে পুরোপুরি নির্ভর করছে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির মতামতের ওপর। আজ বুধবার কোহলির সঙ্গে উপদেষ্টা কমিটির আলোচনার কথা রয়েছে। সেখানে কোচ হিসেবে তাঁর পছন্দের কথা জানা হবে। যদি কোহলির পছন্দকে ধর্তব্যে আনা হয়, সে ক্ষেত্রে শাস্ত্রীর কোচ হওয়ার সম্ভাবনা নাকি এখনো শেষ হয়ে যায়নি। কোহলি শাস্ত্রীর কথা বললেই নাকি কুম্বলের নিয়োগ আটকে যাবে। কোহলির সঙ্গে শাস্ত্রীর দুর্দান্ত সম্পর্কের ব্যাপারটি অজানা নয় কারওরই।