Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Anuz on June 22, 2016, 05:09:51 PM

Title: আর্জেন্টিনার সর্বকালের ‌‘সেরা’ এখন মেসি
Post by: Anuz on June 22, 2016, 05:09:51 PM
এটাই হয়তো সেই মুহূর্ত, ইতিহাস গড়ার সেই মুহূর্ত...। ভাষ্যকারের কথা শেষ হয়েছে কি হয়নি, তাঁর ভবিষ্যদ্বাণীকে সত্যি করে দিলেন লিওনেল মেসি। মাঝারি দূরত্বের অবিশ্বাস্য এক ফ্রি কিক। যেন কাঁটা কম্পাস দিয়ে মেপে নেওয়া পথ ধরে গোলরক্ষককে অসহায় দর্শক বানিয়ে ঢুকে গেল জালে।

টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল। আর সেই গোল দিয়েই গড়লেন ইতিহাস। হয়ে গেলেন আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা। পেরিয়ে গেলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। ব্যক্তিগত অর্জনের এই রাতে মেসির দল আর্জেন্টিনাও যুক্তরাষ্ট্রকে ৪-০ হারিয়ে উঠে গেছে ফাইনালে।
প্রীতি ম্যাচের দুটি গোল ফিফা বাতিল করায় বাতিস্তুতার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৪-তে। কোয়ার্টার ফাইনালেই বাতিগোলের রেকর্ডটা ছুঁয়েছিলেন মেসি। আজ পেরিয়ে গেলেন দীর্ঘদিন এই রেকর্ডে বাতিঘর হয়ে থাকা বাতিগোলকেও।
বাতিগোল, বাতিস্তুতাকে আদর করে দেওয়া ভক্তদের ডাকনাম। কোপা আমেরিকা শুরুর আগে বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন মেসি। পানামা ম্যাচে ১৯ মিনিটে হ্যাটট্রিকের পর কোয়ার্টার ফাইনালে দলের তৃতীয় গোলটি করেন। ৬০তম মিনিটে করা গোলটাই মেসিকে বসিয়ে দেয় বাতিস্তুতার পাশে।
জেরার্ডো মার্টিনো বলেছিলেন, তিনি চান না রেকর্ডটার জন্য মেসিকে বেশি অপেক্ষা করতে হয়। কোচের কথা রাখলেন মেসি। আজ ৩২ মিনিটে ফ্রি কিক থেকে করা সেই মায়াবী গোলেই ভাঙলেন রেকর্ড। এমন রেকর্ড ভাঙার জন্য এর চেয়ে সুন্দর গোল আর হয় না!