Daffodil International University
Faculty of Humanities and Social Science => English => Topic started by: farjana yesmin on June 25, 2016, 05:00:08 PM
-
সমাজ চায় না আমার নাবালিকত্ব ঘুচুক
চায় না আমার মুখে খই ফুটুক
চায় না আমার চোখে বাহিরের আলো এসে পড়ুক।
সমাজ চায়,
আমি তার আঁচলের কোণে ধরে,
নাক থেকে পানি ঝরা অসহায় শিশুর মত মা মা করি।
সমাজ চায়,
সারাদিন প্রতিবাদের পরও আর পাঁচটা বাচ্চার মত
তার কোলেই ঝাপিয়ে পড়ি
সে চায় তার কোলে শুয়ে স্বপ্ন দেখি
তাইতো সারাদিন ঘুম পারিয়ে রাখার কি অক্লান্ত চেষ্টা
একদিন সমাজের গায়ে ঠেলা দিয়ে বলি
“আর কতকাল নাড়িছেঁড়া ধন বলে, কোলে কোলে আগলে রাখবি?
এখন ত বেলা হল
তোর একি আবেগ,
একি এনিয়ে বিনিয়ে সুর করে তোলা আকুতি আর ভাল লাগে না ।
তোর গায়ের একি ময়লা শাড়ি আর কতদিন জড়িয়ে রাখবি?
এর চেয়ে বরং নতুন শাড়ি এনেছি,জড়িয়ে নে।
নতুন সুরে গান ধর
নতুবা তোকে বিবাগী হয়া ছাড়া কোন উপায় থাকবে না।”
-
A nice poem
-
...nice expression!!! :)
Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU