Daffodil International University

Health Tips => Food => Topic started by: Anuz on June 26, 2016, 03:00:43 PM

Title: বিশ্বের সবচেয়ে দামি খাবার: জানেন এর দাম কত?
Post by: Anuz on June 26, 2016, 03:00:43 PM
শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ এ ক্যাভিয়ারের কথা উল্লেখ করেছেন।কি চেখে দেখবেন নাকি একবার। ক্যাভিয়ার আসলে স্টার্জন মাছের ডিম। এই মাছগুলোর দেখা মেলে উত্তর ও মধ্য এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায়। সবচেয়ে উৎকৃষ্টমানের ক্যাভিয়ার হলো ব্ল্যাক ক্যাভিয়ার। এই স্টার্জন মাছ শীতকালে নদীর মোহনায় পাওয়া যায়। অত্যন্ত সুস্বাদু এর ডিম পশ্চিম ইউরোপে মানুষ ষোড়শ শতক ধরে নিয়মিত খাচ্ছে।২৫০ গ্রাম ক্যাভিয়ার খেতে হলে আপনাকে গুনতে হবে ১ হাজার ৮৭৫ ইউরো মানে টাকায় প্রায় ১ লাখ ৮৮ হাজার ৮৬০ টাকা।
সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে একটু মোটা ক্যাভিয়ার তাদের কাছে প্রধান খাদ্য হিসেবে বিবেচিত। তারা ক্যাভিয়ার ভোদকা সহযোগে খেয়ে থাকে। ক্যাভিয়ার প্রস্তুতির সময় ডিমের গা থেকে সতর্কতার সঙ্গে আঁশ এবং চর্বি সরিয়ে ফেলা হয়। তারপর লবণ মাখিয়ে ছোট জারে কিংবা টিনে ভরে রাখা হয়। এর লবণাক্ত স্বাদ অনেক চমৎকার। দামি এ খাবার সবার ভাগ্যে জোটে না। ক্যাভিয়ার মূলত খাওয়া হয় ব্রেড বা টোস্ট দিয়ে কিংবা ড্রিংকের সঙ্গে ছোট ছোট বিস্কুটের ওপর রেখে। ধূসর, হালকা সবুজ ও কালো ক্যাভিয়ার ছাড়াও লাল ক্যাভিয়ার ও আছে। এগুলো স্যামন মাছের ডিম দিয়ে বানানো হয়। তবে লালগুলোর স্বাদ তেমন ভালো না।
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি খাবার: জানেন এর দাম কত?
Post by: Nurul Mohammad Zayed on July 09, 2016, 11:10:30 PM
Yummy Yummy .........
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি খাবার: জানেন এর দাম কত?
Post by: Nujhat Anjum on December 11, 2016, 12:14:08 PM
Nice One.
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি খাবার: জানেন এর দাম কত?
Post by: Anuz on March 07, 2017, 04:48:55 PM
Thanks
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি খাবার: জানেন এর দাম কত?
Post by: Mafruha Akter on September 21, 2017, 02:50:45 PM
Today I known the name of expensive food, thanks for sharing.