Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Topic started by: A-Rahman Dhaly on June 28, 2016, 05:00:40 PM
-
একটি ভুল ধারণা : যে ঘরে সন্তান ভ‚মিষ্ট হয় সে ঘর কি চল্লিশ দিন নাপাক থাকে?
কিছু মানুষের ধারণা, যে ঘরে সন্তান ভূমিষ্ট হয় সে ঘর চল্লিশ দিন পর্যন্ত নাপাক থাকে। চল্লিশ দিন পর্যন্ত সে ঘরে নামায আদায় করা যাবে না। এটি একেবারেই একটি ভুল ধারণ। এর কোনো ভিত্তি নেই।
সন্তান ভ‚মিষ্ট হওয়ার সাথে পাক-নাপাকের কী সম্পর্ক? ঘরের কোথাও যদি নাপাকী লাগে তাহলে সে স্থান নাপাক। নাপাকী পরিষ্কার করে নিলেই তা সাথে সাথেই পাক হয়ে গেল। এর সাথে চল্লিশ দিনেরও কোনো সম্পর্ক নেই।
নেফাসের সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন। এখান থেকে হয়ত কেউ একথা আবিষ্কার করেছে। নিফাসের রক্ত নাপাক, এ থেকে এ কথা কীভাবে বুঝে আসে যে, নেফাসওয়ালী মহিলা যে ঘরে অবস্থান করেন অথবা যে ঘরে সন্তান ভ‚মিষ্ট হয় সে ঘরই নাপাক! নাউযুবিল্লাহি মিন যালিক!! আল্লাহ আমাদের এ ধরনের কথা থেকে হেফাযত করুন।
- মাসিক আলকাউসার
রবিউল আউয়াল-রবিউস সানী ১৪৩৭ . জানুয়ারি ২০১৬
পুরোনো সংখ্যা . বর্ষ: ১২ . সংখ্যা: ০১