Daffodil International University
Entrepreneurship => Research on Entrepreneurship => Topic started by: Sultan Mahmud Sujon on June 29, 2016, 09:24:47 PM
-
স্যোসাল এন্ট্রপ্রেনিউরশিপ হচ্ছে সামাজিক উদ্যোগ যা সামাজিক সমস্যাগুলোর দিকে উপযুক্ত সমাধান নিয়ে এগিয়ে আসে। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে বোঝায়, সামাজিক উদ্যোক্তা তৈরি এবং সামাজিক মান/ভ্যালু বজায় রাখার মিশন।পরিবেশ অনুকূলে আনার জন্য এই স্যোসাল মিশন।এখানে প্রায় সব ধরেন কাজ করার সুযোগ – সুবিধা পাওয়া যাবে, সেটা বানিজ্যিক বা অলাভজনক প্রতিষ্ঠানও হতে পারে, তার মধ্যে নতুন, পুরোন বিষয় ও অন্তুভুক্ত থাকবে।
কিন্তু কেনো এই স্যোসাল এন্ট্রপ্রেনিউরশিপ?
(http://blog.sujon.info/2016/06/14/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b0%e0%a6%b6/)
উদ্যোক্তাদের বোঝায় চেন্জ অব ফেস অফ বিজনেস।স্যোসাল এন্ট্রপ্রেনিউর সামাজিক সমস্যা পরিবর্তনের এজেন্ট হিসাবে কাজ করে।অপরের জন্য সুযোগ সৃষ্টি করে এবং সিস্টেম এর উন্নতি সাধন করে।নতুন পন্থা উদ্ভাবন এবং সমাধান করার চেষ্টা করা করাই স্যোসাল এন্ট্রপ্রেনিউরদের কাজ। ব্যবসা উদ্যোক্তা সম্পূর্ণরূপে নতুন শিল্প তৈরি করে, সামাজিক উদ্যোক্তা সামাজিক সমস্যার নতুন সমাধান নিয়ে আসে এবং বড় পরিসরে কাজ করার চেষ্টা করে।