Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Lazminur Alam on July 06, 2016, 06:07:37 PM
-
First see the attached images & then find out. Good Luck....
লাল বৃত্তটি দেখতে পাচ্ছেন? উত্তরটি সহজ- অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এটি শুধুই কি একটি লাল বৃত্ত, এর ভেতরে কিছু রয়েছে বলে মনে হয়? এবার মাথা খাটান।
সম্প্রতি পাজেলাররা লাল বৃত্তের ভেতর থেকে লুকোনো ছবি খুঁজে বের করার একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইন্টারনেট ব্যবহারকারীদের দিকে।
ইন্টারনেট ভিশন পরীক্ষার এ ধাঁধায় ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ কেউ বৃত্তের ভেতর শুধুমাত্র একটি আউটলাইন, কেউ সম্পূর্ণ ছবি দেখতে পেয়েছেন। অন্যদিকে, অনেকে শুধুমাত্র বৃত্ত ছাড়া কিছুই দেখতে পাননি। আবার অনেকেই জানিয়েছেন, বৃত্তের ভেতর কিছু রয়েছে বলে বোঝা যাচ্ছে তবে তা কী তা বোঝা যাচ্ছে না।
অতঃপর লাল বৃত্তটি ফ্লিপ করে দেখা গেলো বৃত্তের পেছনে কেশর, লেজ, জিন ও লাগামসহ একটি ঘোড়ার ছবি। ঘোড়াটির পায়ের চারপাশে কিছু ঘাসও রয়েছে।