Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: imran986 on July 11, 2016, 02:10:47 PM
-
চীনের গুয়াংডং প্রাদেশিক গণস্বাস্থ্য ইন্সটিটিউটের কর্মকর্তা ও গবেষক তাও লিউ বলেন, “বায়ু দূষণের বিষয়ে প্রকাশিত ১৭টি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে আমরা দেখেছি, দূষিত বায়ুর সংস্পর্শে আসলে মানুষের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বেড়ে যাওয়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।”
“এ কারণে যে সময় বায়ু দূষণের মাত্রা উচ্চ পর্যায়ে থাকে ওই সময় জনগণের বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের দূষিত বায়ুর সংস্পর্শে যাওয়া কমিয়ে দেওয়া উচিত।”
যেসব কারণে হৃদরোগ ও স্ট্রোক হয় উচ্চ রক্তচাপ তার অন্যতম। কয়লা, পোড়া ধোঁয়া, যানবাহনের ধোঁয়া ও ধূলাবালির কারণে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।
এনডিটিভি জানায়, গবেষকরা প্রাথমিকভাবে বায়ু দূষণের উপর ৫,৬৮৭টি গবেষণা প্রতিবেদন বাছাই করেছেন। সেখান থেকে বাছাই করা ১৭টি প্রতিবেদন নিয়ে তারা মূল গবেষণাটি করেন।
‘হাইপারটেনশন’ জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়।