Daffodil International University
Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Tofazzal.ns on July 23, 2016, 12:33:48 AM
-
জেলা নদ-নদী
ঢাকা বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।
মুন্সীগঞ্জ ধলেশ্বর, পদ্মা, মেঘনা।
নারায়নগঞ্জ মেঘনা, ধলেশ্বরী,শীতলক্ষা।
নরসিংদী মেঘনা, শীতলক্ষা।
মানিকগঞ্জ পদ্মা, যমুনা, ধলেশ্বরী।
গাজীপুর তুরাগ, বানার, বালু।
ময়মনসিংহ ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী
কিশোরগঞ্জ ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই, কালনী, ধলেশ্বরী।
জামালপুর ব্রহ্মপুত্র, যমুনা, বানার।
শেরপুর কংশ নদী।
টাঙ্গাইল যমুনা, ধলেশ্বরী, বংশী।
নেত্রকোনা কংশ, বাউলাই, গোমেশ্বরী, মুগর।
ফরিদপুর মধুমতি, কুমার, পদ্মা, আড়িয়াল খাঁ।
শরিয়তপুর পদ্মা, মেঘনা,পালং
গোপালগঞ্জ মধুমতি
রাজবাড়ী পদ্মা।
মাদারীপুর পদ্মা, মেঘনা।
-
Good job!