Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on July 24, 2016, 11:05:49 AM

Title: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: protima.ns on July 24, 2016, 11:05:49 AM
 করলা দূর করে আরও ৭ টি শারীরিক সমস্যাঃ

১. পরীক্ষিত ভাবে প্রমাণিত যে করলা স্ট্যামিনা ও এনার্জি লেভেল বাড়ায়।

২. গর্ভধারণের প্রাথমিক সময়ে নারীরা করলা নিয়মিত খেলে শিশুদের নিউট্রাল টিউব ডিফেক্ট হতে রক্ষা করে।

৩. করলার নানা পুষ্টি উপাদান রক্তের সুগারের মাত্রা কমায় এবং টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

৪. করলার রস নিয়মিত পান করার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নানা ধরণের ইনফেকশনের হাত থেকে রেহাই পাওয়া যায়।

৫. হজমে সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও করলার জুড়ি নেই।

৬. করলার রস লিভার পরিস্কারে সহায়ক এবং লিভারকে টক্সিনমুক্ত রাখতে সহায়তা করে। এছাড়াও এটি রক্ত সঞ্চালনের মাত্রা উন্নত করে।

৭. নিয়মিত করলার রস পানের অভ্যাস সোরাইসিসের অবস্থা উন্নত করে এবং ফাঙ্গাস জনিত সমস্যা থেকে মুক্তি দেয়।

Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: shan_chydiu on September 29, 2016, 11:12:54 AM
Informative..
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: subrata.ns on October 19, 2016, 01:58:22 PM
Very interesting
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: Anuz on October 23, 2016, 01:01:24 PM
Informative............
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: mominur on October 23, 2016, 02:06:18 PM
Informative.....
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: Mohammad Salek Parvez on October 31, 2016, 11:32:00 AM
thanks a lot.
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: yahya on November 30, 2016, 06:17:27 PM
thank you!
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: Sharmin Jahan on December 08, 2016, 11:12:40 AM
really??
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: naser.te on December 10, 2016, 07:57:24 PM
 :)
Title: Re: তিতা করলা দূর করবে ক্যান্সার ও ডায়াবেটিস
Post by: Shahrear.ns on January 23, 2017, 06:10:11 PM
বেশি করে তিতা করলা খান...