Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on July 24, 2016, 11:07:35 AM

Title: বায়ুদূষণে হতে পারে কিডনির রোগ
Post by: protima.ns on July 24, 2016, 11:07:35 AM
বায়ুদূষণে হতে পারে কিডনির রোগ:
উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে যে হারে বায়ুদূষণ বাড়ছে, তাতে নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষের শরীরকে। এ সমস্যার মধ্যে একটি হলো কিডনির সমস্যা। সম্প্রতি এক গবেষণায় বলা হয়, বায়ুদূষণের কারণে মানুষের কিডনিতে সমস্যা হতে পারে।

গবেষণায় দেখা যায়, বায়ুদূষণ মেমব্রেনাস নিউরোপ্যাথি তৈরি করে, কিডনির রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, যার কারণে কিডনি অকার্যকর হয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

এর আগে আলাদা এক গবেষণার ফলে দেখা যায়, বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক গবেষণাটিতে বলা হয়, বায়ুদূষণ কিডনিকে প্রভাবিত করে। গবেষণাটি করা হয়,৭১ হাজার ১৫১ জন কিডনি রোগীর ওপর, ১১ বছর ধরে। চীনের বিভিন্ন শহরের ৯৩৮টি হাসপাতালে গবেষণাটি পরিচালনা করা হয়।

গবেষণার ফলে দেখা যায়, যেসব এলাকায় বেশি বায়ুদূষণ হয়, সেসব এলাকার লোক মেমব্রেনাস নিউরোপ্যাথিতে বেশি আক্রান্ত।

গবেষণার প্রধান ব্যক্তি চীনের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির ফান ফান হাউ বলেন, ‘প্রাথমিক এই গবেষণায় আমরা দেখেছি গত দশকে চীনে মেমব্রেনাস নিউরোপ্যাথি অনেক বেড়েছে। দেখা গেছে, যে এলাকায় বায়ুদূষণ বেশি, সেই এলাকায় এ সমস্যা বেশি হচ্ছে।’

শহরের দূষণ কতটুকু কিডনির ক্ষতি করে, এটা জানাতে গবেষণাটি আমেরিকান সোসাইটি অব নিউরোপ্যাথি জার্নালের পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে।.
Title: Re: বায়ুদূষণে হতে পারে কিডনির রোগ
Post by: naser.te on July 30, 2016, 01:03:35 AM
Thank you..
Title: Re: বায়ুদূষণে হতে পারে কিডনির রোগ
Post by: nahid.bba on August 01, 2016, 02:56:51 PM
thank you