Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on July 26, 2016, 11:36:51 AM

Title: প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ চালু করল ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়
Post by: Mohammad Nazrul Islam on July 26, 2016, 11:36:51 AM
প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ ব্যবহার নিশ্চিত করতে যাচ্ছে-দেশের সুনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টান্যাশনাল। আধুনিক প্রযুক্তির উৎকৃষ্ট ব্যবহার নিশ্চিতকরণে এই কার্ডের ব্যবহার ছাত্র/ছাত্রীদের মধ্যে যুগোপযুগি ভূ’মিকা পালন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদে ২৩টি বিভাগে প্রায় ১৬ হাজার ছাত্র/ছাত্রী অধ্যয়ণ করছে। এই সকল ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত লেনদেনে বিরাট ঝামেলা পোহাতে হয় যা সময় সাপেক্ষ ও বাড়তি ভোগান্তি। এই অ‘হেতুক ভোগান্তি দূ‘রিকরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র্স্মাট কার্ড ব্যবহারের পদক্ষেপ নিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ধাপ পরিক্রমায় সকল বিভাগের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের জন্য এই র্স্মাট কার্ড ব্যবহার নিশ্চিত করা হবে। এই কার্ডের মাধ্যমে ছাত্র/ছাত্রীরা তাদের টিউশন ফি, রেজিষ্ট্রেশন ফি, বাস ভাড়া, ক্যান্টিন বিলসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত অন্যান্য সকল লেনদেন অতি সহজে পরিশোধ করতে পারবে।

স্মার্ট কার্ড ব্যবহারের সুবিধা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, অত্র বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মিয়া এম হোসাইনুজ্জামান বলেন, ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয় আইটি জগতে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যুগোপযোগি করার লক্ষ্যে আমরা সর্বদা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নিজেদেরকে ভিন্নতর মনে করি।

জীবনাদর্শ, তাত্ত্বিকতা, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে আমরা ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে থাকি। একথা আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে, অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আধুনিক, প্রযুক্তি নির্ভর ও অধিক-জ্ঞান্বেষী। তাদের তথ্য- জ্ঞান্বেষাকে আরও দীপ্ত করতেই এই র্স্মাট কার্ডের প্রবর্তন করা হয়েছে। যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনুকরনীয়।

স্মার্ট কার্ড ব্যবহারে ছাত্র-ছাত্রীদের মন্তব্য আশানুরুপ ও উৎফুল্লজনক। এ ব্যাপারে অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রী সাদিয়া, খাদিজা, রাবেয়া ও জান্নাতুল ফেরদাউস, জনি ও আশিকসহ আরো অনেকেই জানান, স্মার্ট কার্ড ব্যবহার সত্যিই আমাদের জন্য স্বপ্ন-সাদৃশ্য একটি বাস্তব প্রতিফলন। এই কার্ডের মাধ্যমে আমরা টিউশন ফি, রেজিষ্ট্রেশন ফি, বাসভাড়া ও ক্যান্টিন বিলসহ বিশ্ববিদ্যালয়ের লেনদেন সম্পর্কিত সমুদয় প্রদেয় বিল অতি সহজেই পরিশোধ করতে পারব।

এখন থেকে এই কার্ড ব্যবহার নিশ্চিতকরণে আমাদের আর কোন ব্যাংকিং ঝামেলা থাকল না। আমরা সকল ছাত্র/ছাত্রীরা এই র্স্মাট কার্ড ব্যবহার নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

 
Title: Re: প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ চালু করল ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়
Post by: mominur on July 26, 2016, 12:03:07 PM
Good Initiative.............
Title: Re: প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ চালু করল ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়
Post by: khyrul on July 30, 2016, 12:05:04 PM
good news.
Title: Re: প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ চালু করল ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়
Post by: naser.te on July 30, 2016, 12:15:45 PM
A very good news.
Title: Re: প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ চালু করল ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়
Post by: Anuz on August 10, 2016, 11:44:28 AM
Good Work........ :)
Title: Re: প্রথমবারের মত ‘র্স্মাট কার্ড’ চালু করল ড্যাফোডিল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়
Post by: Md. Al-Amin on August 24, 2016, 03:29:28 PM
Students were pleases to see smart card but they expect more sustainable card for long time use.