Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Shahrear.ns on July 26, 2016, 02:18:18 PM

Title: অলস মানুষেরাই জীবনে বেশি সফল!
Post by: Shahrear.ns on July 26, 2016, 02:18:18 PM
অ্যালার্মের সুরে ঘুম তো ভাঙল। কিন্তু ওঠার নাম গন্ধও নেই। যদি বা কোনোমতে উঠলেন তবু বিছানা ছাড়তে তুমুল আলিস্যি।

টিভির সামনে চিপস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, বা সোফায় পা তুলে বসে গ্যাজেট নিয়ে খুটখাট, অফিসে গেলেও দায়িত্ব এড়িয়ে বা আড্ডা মেরেই দিন কাটে আপনার? নিন্দুকেরা বেশিরভাগ সময় পিপুফিসু বলে ডাকে আপনাকে? কুছ পরোয়া নেহি। দেখা গিয়েছে, অলস ব্যক্তিরাই জীবনে সফল হন বেশি। কীভাবে? জেনে নিন গ্যালারি থেকে।

--সৃজনশীল মানুষেরা সাধারণত অলস হন। এই ধরনের মানুষরা কাজ কম করেন। কিন্তু সাধারণত এদের মাথায় নানা রকম নিত্য নতুন সৃজনশীল ভাবনা খেলা করে।
--বেশিরভাগ সময়ই দেখা যায় অলস মানুষরা অনেক বেশি ভাবেন। ফলে তাদের মাথায় নতুন নতুন আইডিয়া, পরিকল্পনা, নতুন প্রজেক্টের প্ল্যান মাথায় ভিড় করে আসে। ফলে অনেক সময়ই তাদের উদ্যোগ নিয়ে নতুন কিছু শুরু করতে দেখা যায়।
--এই ধরনের মানুষেরা জানেন কখন তাদের বিশ্রাম নেয়া উচিত। বহু পরিশ্রমী মানুষই কাজের চাপে সময়মতো বিশ্রামই নিতে পারেননা। কিন্তু যথেষ্ট বিশ্রাম মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে সাহায্য করে।
--অলস মানুষরা সাধারণত কোনো বিষয় নিয়ে খুব একটা দুশ্চিন্তা করেন না। জীবনের যেকোনো সমস্যাতেই কুল অ্যান্ড রিল্যাক্স থাকেন এই ধরনের মানুষরা। ফলে তারা শান্তভাবে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন।
--দেখা গিয়েছে, এই ধরনের মানুষরা নিজেদের ফোকাসে স্থির থাকেন। আসলে অলস মানুষেরা এতটাই কর্মবিমুখ হন যে তারা অন্যের দিকে নজর দিতে তেমন পছন্দ করেন না। ফলে তারা নিজেদের জীবন এবং লক্ষ্য নিয়েই বেশি ব্যস্ত থাকেন।
--অলস হলেও এই ধরনের মানুষেরাই বেশি বুদ্ধিমান হন। হয়তো অফিসের কোনো কাজ একজন অনেক পরিশ্রম করে সম্পন্ন করছেন, আর তখন অলস মানুষটি বুদ্ধি খাটিয়ে সহজেই কাজটি করে ফেলেন।
--অলস মানুষেরা দিনের বেশিরভাগ সময়ই তাদের প্রিয় গ্যাজেট নিয়েই কাটান। ফলে তারা অন্যদের তুলনায় বেশি টেকস্যাভি হন। আর টেকনোলজি ব্যবহার করে অনেক কাজ বাড়িতে বসেই করে ফেলেন।

 ;D ;D ;D ;D :o
Title: Re: অলস মানুষেরাই জীবনে বেশি সফল!
Post by: nahid.bba on July 27, 2016, 11:55:29 AM
True to some extent.
Title: Re: অলস মানুষেরাই জীবনে বেশি সফল!
Post by: mosfiqur.ns on July 28, 2016, 06:37:29 PM
good
Title: Re: অলস মানুষেরাই জীবনে বেশি সফল!
Post by: naser.te on July 30, 2016, 01:01:05 AM
Interesting!