Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Tourism & Hospitality Management (THM) => Topic started by: Jahid.thm on July 28, 2016, 01:25:46 PM
-
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর উদ্যোগে সোমবার দেশের বিভিন্ন স্টেকহোল্ডার ও ট্যুর অপারেটরদের নিয়ে অত্র সংস্থার হোটেল অবকাশ এর সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান অপরূপ চৌধুরী, পিএইচ.ডি। সভাটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর মুহাম্মদ মউদুদউর রশীদ সফদার, পরিচালক ( অর্থ ও প্রশাসন)। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাপক এর হেড অব পাবলিক রিলেশন্স জিয়াউল হক হাওলাদার। আন্তর্জাতিক অঙ্গনে পর্যটন শিল্পের গুরুত্ব ও এর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্য সম্পর্কে অবগতি ও সচেতনতা সৃষ্টি ও বেকারত্ব নিরশনকল্পের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এছাড়া, সভায় দেশের পর্যটন শিল্পের ভবিষ্যত সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় টিডাব এর চেয়ারম্যান মোঃ জামিউল আহমেদ, বাংলাদেশ ইন বাউন্ড ট্যুর অপারেটর এর সভাপতি ইকরামুল হক রাজু , ট্রিয়াবের এর মহাসচিব মোহাম্মদ আলী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এর প্রফেসর এ আর খান, ইবাইস ইউনিভার্সিটির হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর মোহাম্মদ আহসানউল্লাহ (হেড অব ডিপার্টমেন্ট) এবং অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তগণ।
source: http://amaderorthoneeti.net/new/2016/07/27/11622/#.V5mzUfm7ikq
-
nice post