Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Tofazzal.ns on August 06, 2016, 06:33:54 PM

Title: আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সাধারণ জ্ঞান
Post by: Tofazzal.ns on August 06, 2016, 06:33:54 PM
জাতিসংঘের পূর্বে ’লীগ অব নেশনস’ এর জন্ম কোন সালে?   
উঃ ১৯২০ সালে।         
‘লীগ অব নেশনস’ এর বিলুপ্তি হয় কোন সালে?   
উঃ ১৯৩৯ সালে।         
জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন?   
উঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট।         
জাতিসংঘ (United Nation) নাম করণ কে করেন?   
উঃ ফ্রাংকলিন রুজভেল্ট, জানুয়ারী, ১৯৪২।         
জাতিসংঘ গঠনের জন্য আটলান্টিক চার্টার কবে গৃহীত হয়?   
উঃ ১৯৪১ সালে।         
জাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কোথায় সম্মেলন হয়?   
উঃ তেহরানে, ১৯৪৩ সালে।         
জাতিসংঘ সনদ প্রনয়ণ করা হয় কোন সালে?   
উঃ ১৯৪৪ সালে।         
জাতিসংঘ সনদের লেখক কে?   
উঃ Archibald Macleish         
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?   
উঃ ২৪ অক্টোবর, ১৯৪৫।         

জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?   
উঃ কোস্টারিকার রাজধানী সানজোসে, ১৯৮০।         
জাতিসংঘের সনদ কবে প্রথম স্বাক্ষরিত হয়?   
উঃ ২৬ জুন, ১৯৪৫ (৫০ টি দেশ)         
জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?   
উঃ যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতে।         
কোন দেশ সনদে স্বাক্ষর না করে প্রাথমিক ৫১টি সদস্য রাষ্ট্রের অর্ন্তভূক্ত হয়?   
উঃ পোল্যান্ড।         
জাতিসংঘের সদস্য নয় কোন কোন দেশ?   
উঃ তাইওয়ান, ভ্যাটিকান ও ফিলিস্তিনী।         
জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি ও কি কি?   
উঃ ৫টি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য।         
কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?   
উঃ তাইওয়ান।         
বর্নবাদী নীতির কারণে কোন দেশকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়েছিল?   
উঃ দক্ষিণ আফ্রিকা।         
কবে আবার দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়?   
উঃ ১৯৯১ সালে।         
তাইওয়ান কার কাছে জাতিসংঘের সদস্য পদ হারায়?   
উঃ চীন।         
তাইওয়ান কবে জাতিসংঘের সদস্য পদ হারায়?   
উঃ ১৯৭১ সালে।         
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?   
উঃ ৬টি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।         
জাতিসংঘের কার্যকরী ভাষা কতটি?   
উঃ ২ টি, ইংরেজি ও ফরাসি।         
জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর?   
উঃ ৫ বছর।         
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?   
উঃ বান কি মুন (দক্ষিণ কোরিয়া)         
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?   
উঃ ট্রিগভেলী (নরওয়ে)।         
জাতিসংঘের প্রথম নন ইউরোপিয়ন মহাসচিব কে ছিলেন?   
উঃ উ থান্ট (মায়ানমার)।         
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?   
উঃ দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সালে।)         
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি?   
উঃ দুইটি, ভ্যাটিকান ও ফিলিস্তিনী   
জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?   
উঃ জেনেভায়।         
         
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?   
উঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।         
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?   
উঃ ১৩৬ তম।         
বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?   
উঃ ২৯ তম।         
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন?   
উঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯ তম অধিবেশনে)         
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে কবে?   
উঃ ১৯৮৬ সালে (৪১ তম অধিবেশনে)।         
বাংলাদেশের পক্ষে কে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন?   
উঃ হুমায়ুন রশীদ চৌধুরী।         
জাতিসংঘের প্রথম ন্যায়পাল কে?
উঃ জ্যামাইকার রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ডুরাই।