Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: naser.te on August 10, 2016, 04:41:15 PM

Title: আসছে বাঁকানো ডিসপ্লের ফোন
Post by: naser.te on August 10, 2016, 04:41:15 PM
এখন থেকে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আরও বেশি করে বাজারে ছাড়ার লক্ষ্যে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ভবিষ্যতে গ্যালাক্সি এস ডিভাইসে ফ্ল্যাট বা সমতল স্ক্রিন পুরোপুরি বাদ দিয়ে বাঁকানো ডিসপ্লেযুক্ত ফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান ডং-জিন কোহ কোরিয়া হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন।

কোহ বলেন, গ্যালাক্সি এস স্মার্টফোনের পরিচিতি হিসেবে বাঁকানো ডিসপ্লে ব্যবহারের চিন্তাভাবনা করছে স্যামসাং। এর ফলে গ্রাহকদের সফটওয়্যার ব্যবহারবান্ধব ফাংশন ব্যবহারে পৃথক অভিজ্ঞতা দিতে পারবে স্যামসাং।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, কোহের বিবৃতি যদি সত্যি হয়, তবে এবারে গ্যালাক্সির নতুন সংস্করণ এস ৮-এর দুদিকে বাঁকানো ডিসপ্লে থাকতে পারে।

প্রথম আলো
Title: Re: আসছে বাঁকানো ডিসপ্লের ফোন
Post by: Md. Rasel Hossen on September 21, 2016, 09:51:38 AM
Thanks for your significant information....