Daffodil International University
Faculty of Engineering => Textile Engineering => Topic started by: naser.te on August 10, 2016, 09:18:44 PM
-
উদ্ভাবনী টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনের অংশ হিসেবে কার্বন ফাইবার টাওয়ার স্থাপনের ঘোষণা দিয়েছে টাওয়ার কোম্পানি ইডটকো। মালয়েশিয়ার পুচংয়ের তামান তাসিক প্রিমায় স্থাপিত টাওয়ারটি হবে এশিয়ায় এ ধরনের প্রথম টাওয়ার। গত সোমবার এ টাওয়ার স্থাপনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ইডটকোর দাবি, কার্বন ফাইবার টাওয়ারের সুবিধা হচ্ছে, এটি গতানুগতিক স্টিলের টাওয়ারের চেয়ে ৭০ শতাংশ কম ওজনের। এটি পরিবেশবান্ধব ও অধিক শক্তিশালী। এর রক্ষণাবেক্ষণ খরচ কম।
ইডটকো গ্রুপ সিইও সুরেশ সিধু বলেন, ‘টেলিযোগাযোগ অবকাঠামো শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ইডটকো ম্যাটেরিয়াল ও উদ্ভাবনী সমাধান নিয়ে নিরীক্ষা অব্যাহত রেখেছে। কার্বন ফাইবার টাওয়ার ওজনে হালকা হওয়ায় ভবনের ছাদে সহজেই স্থাপন করা যাবে—এ জন্য ছাদের ওপর বাড়তি ওজন নিয়ে উদ্বেগও থাকবে না।’
প্রথম আলো
-
Interesting....