Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Lima Rahman on August 27, 2016, 06:06:52 PM

Title: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: Lima Rahman on August 27, 2016, 06:06:52 PM
বিডিলাইভ রিপোর্ট: নিম্নোক্ত কিছু ফোন নাম্বার থেকে মিস কলের শিকার হয়েছেন! যেমন +375602605281, +37127913091 +37178565072 +56322553736 +37052529259।

অথবা, এমন কিছু নম্বর যার শুরুতে এই code গুলি ছিল +375 +371 +381, এই টাইপের নম্বর থেকে একটা মিসড কল হলে অথবা কিছুক্ষণ রিং বেজে বন্ধ হয়ে গেলে, আপনি যদি এই সকল নম্বরের মধ্যে কোনো একটায় কল ব্যাক করেন তবে আপনার ব্যালেন্স থেকে 15-30$ কেটে নেওয়া হবে, আর তিন সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট এর সম্পূর্ণ কপি তাদের কাছে পৌঁছে যাবে।

আপনার ফোনে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস্ অথবা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের তথ্য সেভ করা থাকে তবে সেগুলোও তারা কপি করতে সক্ষম হবে। জেনে নিন এই সকল ফোন কোন কোন জায়গা থেকে করা হয় ও কোন জঙ্গিগোষ্ঠি করে থাকে… +375 is from Belarus +93 is From Afghanistan +371 is code for Lativa +381 is from Serbia +563 is code of Valparaiso +370 is code of Vilnius +255 is code of Tanzania … এই সকল ফোন ISIS জঙ্গিরা করে থাকে।

সবাই সাবধান হোন। ভুল করেও ফোন রিসিভ করবেন না ও কল ব্যাক করবেন না। আপনার ফোন থেকে কখনও #90 ও #09 প্রেস করবেন না। কোনো নম্বর থেকে ফোন করে আপনাকে প্রলোভন মূলক কোনো কথা বলে যদি #90 ও #09 চাপতে বলা হয়, দয়া করে তা কখনওই করবেন না। এতে আপনার ফোনের সিম কার্ড ক্লোনিং করে, আপনার নম্বরের আর একটি সিম কার্ড বানিয়ে নেবে তারা। তারপর আপনার নম্বর ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলি বিভিন্ন অসামাজিক কাজ করবে, যার বিন্দুমাত্রও আপনি টের পাবেন না। ফোন ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন, সর্বদা সতর্ক থাকুন। সৌজন্যেঃ র‌্যাব-১
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: Mohammad Salek Parvez on September 01, 2016, 11:13:45 AM
thanks to inform
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: ishaquemijee on September 07, 2016, 08:50:51 AM
Thanks.
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: naser.te on September 07, 2016, 09:38:09 AM
Thank you...
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: subrata.ns on October 19, 2016, 01:54:19 PM
Thank you
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: sanjida.dhaka on November 01, 2016, 04:45:12 PM
Thanks.
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: Anuz on November 02, 2016, 10:45:37 AM
Thanks to inform us............ :)
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: saratasneem on November 14, 2016, 03:15:24 PM
Thanks.
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: sourav000000 on November 15, 2016, 12:51:02 AM
Thanks for the information.
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: saikat07 on November 25, 2016, 10:33:14 PM
Thanks for sharing
Title: Re: এসব নাম্বার থেকে আসা কল ভুলেও ধরবেন না
Post by: shafayet on March 24, 2017, 02:26:35 AM
nice :)