Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on September 03, 2016, 03:58:13 PM

Title: বিস্ফোরণে ফেসবুকের স্যাটেলাইট ধ্বংস
Post by: faruque on September 03, 2016, 03:58:13 PM
বিস্ফোরণে ফেসবুকের স্যাটেলাইট ধ্বংস

(http://www.bd-pratidin.com/assets/news_images/2016/09/02/facebook-Satelite_bdpratidin.jpg)

সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক যে স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছিল, পরীক্ষার সময়ই বিস্ফোরণে সেটি ধ্বংস হয়ে গেছে। শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই, বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেপে ওঠে। এর ফলে প্রায় বিশ কোটি ডলার বা ষোলশ কোটি টাকার ক্ষতির মুখে পড়লো প্রতিষ্ঠানটি। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল।  এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। ইসরায়েলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল। ফেসবুক এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার সাব-সাহারার দরিদ্র দেশগুলোয় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

-বিবিসি বাংলা। বিডি-প্রতিদিন/এস আহমেদ - See more at: http://www.bd-pratidin.com/tech-world/2016/09/02/167265#sthash.qC3G1F9K.dpuf