Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on September 27, 2016, 12:40:52 PM
-
আউটসোর্সিং বা অনলাইনে যারা বাংলাদেশ থেকে কাজ করছেন তাঁরা অবশ্যই সন্দেহাতীতভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটা মাধ্যম। বাংলাদেশীরা বিশেষ করে তথ্য প্রযুক্তির বিভিন্ন ফিল্ডে কাজ করছেন তবে সফট্ওয়্যার টেষ্টিং এ এখন্ও অনেক পিছিয়ে বাংলাদেশীরা। অনলাইনে কাজের অন্যতম মাধ্যম ইল্যান্স বা ওডেস্কে অনুসন্ধান করে খুব কম সংখ্যক বাংলাদেশীকে এই ফিল্ডে পা্ওয়া যায়। প্রয়োজনীয় প্রশিক্ষন নিয়ে যে কেউ সফট্ওয়্যার টেষ্টিং এ কাজ শুরু করতে পারেন। তুলনামূলকভাবে এই কাজে পারিশ্রমিক বেশী। কিভাবে ফ্রি প্রশিক্ষন নিবেন এবং সফট্ওয়্যার টেষ্টিং কি ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করবো।
Free Tutorial
সফট্ওয়্যার টেষ্টিং মূলত দুই ধরনের ১) ম্যানুয়েল এবং ২) অটোমেশন। যেহেতু অনলাইনে অটোমেশনের কাজ পা্ওয়ার সম্ভাবনা বেশী সেহেতু আলোচনা অটোমেশেনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো আজকে।
অটোমেশন টেষ্টিং আবার দুই ধরনের ১) ফাংশনাল এবং ২) পারফরমেন্স টেষ্টিং। ফাংশনাল টেষ্টিং এর জন্য অনেক ধরনের টুল বা সফট্ওয়্যার ব্যবহৃত হয় তবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে 1) HP UFT/QTP এবং 2) Selenium।
HP UFT/QTP একটি লাইসেন্স সফট্ওয়্যার যা কিনতে হয়। কিন্তু HP এর সাইট থেকে আপনি এটার ট্রায়াল ভার্সন এক মাসের জন্য ব্যবহার করতে পারেন।
-
Good news...........
-
thank you!