Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: shan_chydiu on September 29, 2016, 11:18:07 AM

Title: ৩টি ভয় আপনার ব্যর্থতার কারণ
Post by: shan_chydiu on September 29, 2016, 11:18:07 AM
সফল হতে কে না চায়? কিন্তু কিছু কিছু মানুষের জীবনে সফলতা যেন সোনার হরিণ। যে কাজেই হাত দেন তারা, ব্যর্থ হন। না তাদের দিয়ে ব্যবসা হয়, না টেকে কোন চাকরি। চতুর্দিক থেকে ব্যর্থতার ধিক্কার তাদের জীবনকে অতিষ্ট করে তোলে।
জেনে নিন, কীভাবে আপনি নিজেই নিজের সফলতাকে বাঁধাপ্রাপ্ত করছেন-
 
ব্যর্থতার ভয়
আপনি যদি সারাক্ষণ ভয়েই থাকেন যে আপনি ব্যর্থ হবেন তাহলে আপনি এগোতে পারবেন না। আপনাকে সাহস করে ঝুঁকি নিতে হবে। নাহলে যেমন ব্যবসা করা যাবে না তেমনি করা যাবে না চাকরিও। অনেকে মনে করেন, চাকরিতে কোন ঝুঁকি নেই। আসলে তা নয়। চাকরিক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে অনেক কাজ নিজেই সাহসের সাথে এগিয়ে করতে হয়। নাহলে থমকে থাকে ক্যারিয়ার। অনেক সময় হতে হয় চাকরিচ্যুত।
 
সময় চলে যাওয়ার ভয়
আপনার মাঝে সব সময় একটা তাড়া কাজ করে। আপনি ভাবেন এক্ষুনি কাজটা না করলে হয়ত আর করা হবে না। এক্ষেত্রে আপনি পরিস্থিতিকে বিবেচনা করতে ভুলে যান। আপনার আভ্যন্তরীন গতি সময়কে অতিক্রম করে যায়। শান্ত হন। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।
 
পরিবর্তনের ভয়
আপনি অবাক হবেন এটা জেনে যে আপনি নিজেই চান না সফল হতে। আপনার মাঝে পরিবর্তনের ভয় কাজ করে। সফল হতে হলে আপনাকে নিজের জীবনের অনেক কিছুই বদলে ফেলতে হবে। অনেক অনিয়ম ত্যাগ করতে হবে। আপনি এই বদল মেনে নিতে পারেন না। কিন্তু শ্রম না দিলে, কাজ অনুযায়ী পাল্টে না গেলে কি করে আসবে সফলতা?




লিখেছেন....
আফসানা সুমী
ফিচার রাইটার, প্রিয় লাইফ
Title: Re: ৩টি ভয় আপনার ব্যর্থতার কারণ
Post by: 750000045 on October 03, 2016, 05:45:32 PM
thanks for sharing the information
Title: Re: ৩টি ভয় আপনার ব্যর্থতার কারণ
Post by: Anuz on October 23, 2016, 01:02:44 PM
Thanks for sharing............
Title: Re: ৩টি ভয় আপনার ব্যর্থতার কারণ
Post by: yahya on November 30, 2016, 06:17:44 PM
thank you!
Title: Re: ৩টি ভয় আপনার ব্যর্থতার কারণ
Post by: Sharmin Jahan on December 08, 2016, 11:11:16 AM
very helpful post