Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Anuz on September 29, 2016, 07:47:32 PM

Title: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: Anuz on September 29, 2016, 07:47:32 PM
অপরূপ সব জায়গা। যেখানে প্রকৃতি সত্যিই কথা বলে। এমন সব জায়গায় থাকার বাসনা তো সকলের মনের কোনাতেই থাকে। ধরুন এমন একটা জায়গায় থাকার সুযোগ মিলে তো গেলই, আর সঙ্গে উপরি হিসেবে পেলেন কিছু টাকা। অবাক হলেও এটা সত্যি। পৃথিবীর বেশ কিছু জায়গাতেই থাকার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন চমকপ্রদ সব সুবিধে। দেখে নিন কোন কোন জায়গায় এমন সুবিধে পেয়ে যেতে পারেন।
ডেট্রয়েট: মার্কিন যুক্তরাষ্ট্রের অটোমোবাইল রাজধানী এই শহর। বিংশ শতাব্দীর শেষ দিকে শহরটি জৌলুস হারাতে শুরু করে। দিনে দিনে জনমানবহীন হয়ে যায়। কিন্তু ফের সেখানে জীবন ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে ‘চ্যালেঞ্জ ডেট্রয়েট’। এই প্রোজেক্টে প্রায় আড়াই হাজার মানুষকে বিনামূল্যে থাকার সুযোগ তো দেওয়াই হবে, তাদের জন্য কাজের ব্যবস্থাও করা হবে।
আলাস্কা: আপনি কি শীত ভালবাসেন? শ্বেত তুষারাবৃত ঠান্ডা আবহাওয়ার মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে আলাস্কা। এখানে সরকারের একটি আলাদা ফান্ড রয়েছে। পেশাদার লোকেরা আলাস্কায় বাস করতে চাইলে সরকার তাদের পূর্ণ সহযোগিতা করবে। আপনাকে একটি শর্ত পালন করতেই হবে। তা হল, অন্তত এক বছর থাকতে হবে ওখানে।
নায়াগ্রা ফলস: পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের কাছে থাকার সুযোগ দেয় স্থানীয় প্রশাসন। সরকার গ্রাজুয়েটদের সাত হাজার ডলার পর্যন্ত দিয়ে থাকে। শর্ত একটাই ফলসের কাছাকাছি গড়ে ওঠা কোনও প্রতিষ্ঠানে কাজ করতে হবে।
পনগা: উত্তর-পূর্ব স্পেনের সংরক্ষিত এলাকার মধ্যে থাকা এই গ্রামটিতে জনবসতি খুবই কম। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিটি যুগলকে এখানে এসে থাকার জন্য তিন হাজার ইউরো দেওয়া হয়।
উট্রেচট: নেদারল্যান্ডসের এই শহরে প্রতিটি নাগরিককে এক হাজার ডলার করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
সাস্কাটচেয়ান: কানাডার এই প্রদেশ সুযোগটি দিচ্ছে শুধুমাত্র যোগ্যতাসম্পন্ন গ্রাজুয়েট ছেলে-মেয়েদের জন্য। যারা এখনও তাদের কেরিয়ার কী ভাবে গড়বেন ঠিক করেননি তাদের জন্য রয়েছে অনন্য সুযোগ। তারা সাত বছর পর্যন্ত ২০ হাজার কানাডিয়ান ডলার পাবেন এখানে থাকা এবং কাজ করার জন্য।
নেবরাস্কা: মার্কিন মুলুকের এই জায়গায় ঘটেছে মজার একটা বিষয়। প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সুযোগ দিয়েছে, তারা জমি বিনামূল্যে পাওয়ার আবেদন করতে পারবেন। বিনিময়ে সেখানকার উন্নতির জন্য কী কী গঠনমূলক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পরামর্শ দিতে হবে।
Title: Re: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: Tahmid on September 29, 2016, 09:43:39 PM
Wow :o Thanks for the share
Title: Re: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: Saujanna Jafreen on October 16, 2016, 10:52:36 AM
valoi to...... moja pelam .... thanks :D
Title: Re: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: zonaydorrahman on October 17, 2016, 10:57:36 AM
মজার সংবাদ :) ভালো লাগলো।
Title: Re: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: Mohammad Salek Parvez on November 03, 2016, 11:44:16 AM
but how can we go there ?
Title: Re: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: Anuz on November 13, 2016, 05:36:47 PM
Really its interesting............ :)
Title: Re: পৃথিবীর যে সব জায়গায় থাকার জন্য টাকা পাওয়া যায়!
Post by: saratasneem on November 14, 2016, 03:07:21 PM
Interesting.