Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: naser.te on October 05, 2016, 11:29:40 AM

Title: হাইতিতে পোশাক খাতে বাংলাদেশের বিনিয়োগ
Post by: naser.te on October 05, 2016, 11:29:40 AM
বাংলাদেশের হা-মীম গ্রুপ হাইতিতে তৈরি পোশাক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে হা-মীম গ্রুপের এমডি এ. কে. আজাদ এবং হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কস অথরিটির মহাপরিচালক কার্ল ফ্রিডারিকমেরি ফিলিপ ডেব্রোর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সাক্ষাত্ করেন।

এই সময় তোফায়েল আহমেদ বলেন, হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২০০৪ সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

হাইতির ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশের সার্বিক উন্নয়নে মুগ্ধ। তারা হাইতির শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা ও দক্ষতার প্রশংসা করেন।দলের প্রধান বলেন, বিনিয়োগের জন্য হাইতিতে জমি, বিদ্যুত্, দক্ষ শ্রমিকসহ প্রয়োজনীয় ব্যবসায়িক সুযোগ-সুবিধা রয়েছে। হাইতি সরকার বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ তৈরি পোশাক খাতে ব্যাপক উন্নতি করেছে। এই সেক্টরে বাংলাদেশের অভিজ্ঞতা অনেক। বাংলাদেশের ব্যবসায়ীরা হাইতিতে তৈরি পোশাক খাতে বিনিয়োগ করলে উভয় দেশ উপকৃত হবে।

উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন, হাইতির ন্যাশনাল ইন্ডস্ট্রিয়াল পার্কস অথরিটির কনসালট্যান্ট জোসেফ পিয়েরি লিওনেল ডিলেটর, হাইতি অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জর্জ বাড়াউ সাসিন, হা-মীম গ্রুপের কলসালট্যান্ট এসজেডএম শরিফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক মোফাখখেরুল ইসলাম ।

FROM বাংলা আ্যাপারেল ডেস্ক
Title: Re: হাইতিতে পোশাক খাতে বাংলাদেশের বিনিয়োগ
Post by: smriti.te on October 08, 2016, 12:51:45 AM
Good news!!!