Daffodil International University

General Category => Common Forum => Topic started by: ashiqbest012 on January 15, 2011, 12:38:34 AM

Title: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: ashiqbest012 on January 15, 2011, 12:38:34 AM
ডেড সী বা মৃত সাগর কে মৃত বলা হয় কেন?

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/800px-Dead_Sea_by_David_Shankbone.jpg)

কারন এ সাগরে কোন মাছ বা জলজ প্রানি বাঁচে না। কেবল কিছু ব্যক্টরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব পাওয়া যায়।  এ জন্যই একে মৃত সাগর বলে।

ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না কেন?

সবাই জানে ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না। কারন কি তা জানেন? কারন হল মৃত সাগরে পানির ঘনত্ত্ব খুব বেশি। পানির ঘনত্ত্ব বেশির কারন হচ্ছে লবন। অন্যান্য মহা সাগরে লবনের পরিমান শতকরা ৫% – ৬%। কিন্তু এ মৃত সাগরে লবনের পরিমান ২৫% – ৩০%। তাছাড়া এর লবনাক্ততা স্বাভাবিক সাগরের থেকে  ৮.৬ গুন বেশি।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/DeadSeaSalt2LargeNtcln.jpg)

লবনের কারনে এখানে অনেক সাগরের ঢেঁউয়ে অনেক ফেনা জন্মে, এবং তীরে অনেক লবন জন্মে।

তাছাড়া অন্যান্য সাগরের রাসায়নিক উপাদানের থেকে এ সাগরের রাসায়নিক উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে।

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/dead-sea.jpg)

আর পানির এ ঘনত্ত্বের কারনে এখানে প্লবতা বেড়ে যায়।  প্লবতা আবার কি তাই না?

(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/301px-Buoyancy.svg_.png)

প্লবতা বা buoyancy হচ্ছে, কোন তরল পদার্থে অন্য কোন পদার্থ নিমজ্জিত (ঢুবালে) করলে উপরের দিকে এক প্রকার বল প্রয়োগ করে এবং ঐ পদার্থের ওজনকে বাধা দেয়, এই বাধা দান কারী বল ই হচ্ছে প্লবতা।  প্লবতার কারনে কোন বস্তু মৃত সাগরে ফেললে তা ভাসিয়ে রাখে। তাই মানুষ এ মৃত সাগরে বসে বা শুয়ে থাকতে পারে।

Title: Re: ??? ?? ?? ??? ?????? ?????
Post by: Faiyaz on January 15, 2011, 02:04:54 AM
Take a big bucket full of water and try to drown a mug, you'll see that the mug won't drown... This is buoyancy. In my childhood when I used to visit my grandpa's house I used to do that. But of course, unknowingly...
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: bidita on January 15, 2011, 05:16:28 PM

Mr Aashiq

I know this topic before you write,good to see those..I really like it..
Dead sea is a destructive area in Jordan..When homosexual is gradually arise then Allah destroyed in those area..And in that time these people was very much arrogance..
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: ashiqbest012 on January 15, 2011, 10:43:43 PM
haha...Miss. BBidita. Yes I  wrote about it previously. That was the demo version. It is a full version. Thank you for making this post more informative.

Thank you
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Aarif on January 16, 2011, 09:41:54 AM
According to the tradition of Islam, the Dead Sea was near the land in which the Prophet Lut lived. The people in this area were considered wicked for their acts of homosexuality, robbery and murder, and therefore Allah had ordained punishment to the people of Lut for these deeds. The punishment arrived when three angels in the form of handsome men were sent down by Allah as guests for Lut to host. When Lut's people heard of the men, they rushed to Lut's house and said that those men were very handsome and they wanted to marry them. This was the final test for the people of Lut in which they failed, so the angel Jibrail raised the land where the prophet's people lived, tipped it upside down and threw it back on earth, causing the ground near the impact to cave in. Thus, the lowest land on Earth was formed because of this punishment. The non-believers (in the monotheism doctrine) were destroyed and the followers were saved.
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: goodboy on January 16, 2011, 05:19:44 PM
Great post.......Ashiq bhai,

I'm not concerned about the  stuff............after reading the post, I can say that "Dead Sea" is more than Allah's numerous undefinable creations.........
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Yousuf.Chy on January 16, 2011, 07:11:28 PM
Thanks for giving us this interesting information.