Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: subrata.ns on October 19, 2016, 01:47:23 PM
-
KODAK PIXPRO SP360
এই 4k ক্যামেরার মাঝে আপনি পাচ্ছেন ৩৬০ ডিগ্রীতে ছবি তোলার সুবিধা এবং এর স্পষ্টতা ও ডিটেইলস ধারণ ক্ষমতা অবাক করার মত। এটি যে কোন পরিস্থিতিতে ছবি ধারণ করার জন্য সামর্থ্যবান। এর দাম পড়বে ৮৯৯ ডলার।
NIKON KEYMISSION 360
এই ক্যামেরার সাহায্যে আপনি আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধবকে এমনভাবে গল্প শোনাতে পারবেন যেন সেখানে তারা উপস্থিত ছিল। এর সাহায্যে আপনি স্পষ্ট ৩৬০ ডিগ্রী ছবি তুলতে পারবেন এবং স্মার্টফোনের সাথেও এটি যুক্ত করে ছবি তোলা যাবে। কমপ্যাক্ট, ওজনে হালকা, পানি নিরোধক এবং যে কোন ডিভাইসের সাথে পরিধানযোগ্য এই ক্যামেরা আপনার গল্পকে করবে আরো নিখুঁত। দাম পড়বে ৫০০ ডলার।
-
;D :D
-
Good.