Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: faruque on October 20, 2016, 03:55:53 PM

Title: কোন কোন রোগের কারণে বেশি ঘাম হয়
Post by: faruque on October 20, 2016, 03:55:53 PM
কোন কোন রোগের কারণে বেশি ঘাম হয়

ঘাম ভালো, তবে অতিরিক্ত ঘাম কখনো কখনো খুব অস্বস্তির কারণ। কিছু কিছু রোগ আছে যেগুলোর অতিরিক্ত ঘাম হয়।
(https://4.bp.blogspot.com/-k2eLZYkN3uw/WAhNXP-vtOI/AAAAAAAADHo/SFaX_Aa793gJZUu9iRPM4PAyJGhqPHQ_gCLcB/s1600/%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%2B%25E0%25A6%2598%25E0%25A6%25BE%25E0%25A6%25AE.jpg)

ঘাম ভালো, তবে অতিরিক্ত ঘাম কখনো কখনো খুব অস্বস্তির কারণ। কিছু কিছু রোগ আছে যেগুলোর অতিরিক্ত ঘাম হয়। তাই ঘাম বেশি হলে দেখতে পারেন আপনার এই রোগগুলো আছে কি না।

জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. ডায়াবেটিস

রক্তের শর্করার ওঠনামা করা ডায়াবেটিসে খুব স্বাভাবিক। ডায়াবেটিস রোগে স্নায়ুর ক্ষতি হয়। এসব কারণে এই রোগীদের প্রচুর ঘাম হতে পারে।

২. হৃদরোগ

যখন হার্ট রক্ত পাম্প করতে অসুবিধা বোধ করে, তখন অনেক বেশি চাপ বোধ হয়। এটি অতিরিক্ত ঘামের কারণ হয়। বেশি ঘাম হৃদরোগের একটি লক্ষণ।

৩. উদ্বেগ

অনেক সময় অতিরিক্ত উদ্বেগের সময় ঘাম হয়। উদ্বেগ চাপযুক্ত হরমোনকে বাড়িয়ে দেয়। এতে বেশি ঘাম হয়।

৪. মেনোপজ

মেনোপজের (ঋুতস্রাব দীর্ঘমেয়াদি শেষ) সময় অনেক নারীরই হট ফ্লাস ও ঘামের সমস্যা হয়। বুক ও ঘাড়ে বেশি ঘাম হয়।


লাইফস্টাইল 456 স্বাস্থ্য 82
Title: Re: কোন কোন রোগের কারণে বেশি ঘাম হয়
Post by: Anuz on October 20, 2016, 04:06:29 PM
Informative post.
Title: Re: কোন কোন রোগের কারণে বেশি ঘাম হয়
Post by: Karim Sarker(Sohel) on November 28, 2016, 01:08:06 PM
Good post