Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: naser.te on October 22, 2016, 11:37:42 AM

Title: ওজন কমাতে কলা
Post by: naser.te on October 22, 2016, 11:37:42 AM
ওজন কমাতে চান? আপনার খাবারের তালিকায় অবশ্যই কলা যুক্ত করুন। অনেকে ভাবেন, কলা খেলে ওজন বাড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নানা উপায়ে কলা ওজন কমাতে সাহায্য করে। উপাদেয়, সস্তা, সারা বছর মেলে—এমন সবজি বা ফলের মধ্যে কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম। কলা শরীর ফুলে-ফেঁপে ওঠা ঠেকাতে পারে। তাই যাঁরা পেটের চর্বি কমাতে চান, তাঁরা খাদ্যতালিকায় কলা রাখতে পারেন।

কলায় কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে। এতে শরীরে চর্বি জমতে বাধা দেয়। বিশেষ করে, পেটের মেদ কমাতে নিয়মিত কলা খেতে পারেন। যাঁরা জাঙ্ক ফুডে অভ্যস্ত, তাঁরা এই অভ্যাস ছাড়তে কলা খেতে পারেন। যখন এ ধরনের খাবার খেতে ইচ্ছা হবে, তখন কলা খেলে খিদে মিটবে, আর পুষ্টিও মিলবে। কলা পাকস্থলীতে দরকারি ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে, যাতে খুব সহজে খাবার হজম হয়। খাবার ঠিকমতো হজম না হওয়ায় ওজন বাড়ে। তথ্যসূত্র: প্রথম আলো।
Title: Re: ওজন কমাতে কলা
Post by: smriti.te on November 05, 2016, 12:48:42 AM
Nice post
Title: Re: ওজন কমাতে কলা
Post by: imran986 on November 14, 2016, 03:45:27 PM
Very interesting
Title: Re: ওজন কমাতে কলা
Post by: Saba Fatema on November 15, 2016, 04:17:53 PM
Helpful post.