Daffodil International University
Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on October 24, 2016, 02:32:02 PM
-
শিশুরা বিভিন্ন সময় পেটের ব্যথায় আক্রান্ত হয় যেমন খাদ্যে অরুচি, পাতলা পায়খানা, বমি বমি ভাব, পায়ু পথে চুলকানি ইত্যাদি। এগুলো কৃমির লক্ষণ যা প্রকাশ হওয়া মাত্র সতর্ক হতে হবে।
কিভাবে ছড়ায়?
অপরিষ্কার ঘরবাড়ি, অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা, দূষিত পানির ব্যবহার, টয়লেট শেষে ভাল ভাবে হাত না ধোয়া, খাবার তৈরি বা গ্রহণের আগে হাত পরিষ্কার না করা, হাতের নখ বড় রাখা, দাঁত দিয়ে নখ কাটা ইত্যাদি।
প্রতিকারের উপায়ঃ
# গৃহস্থালির কাজে বিশুদ্ধ পানি ব্যবহার করা
# স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবস্থার
# খাবারের আগে বা টয়লেটের পরে নিয়মিত হাত ধোয়া।
# হাতের নখ বড় না রাখা
# সময়মতো কৃমি নাশক ওষুধ গ্রহণ করতে হবে।
# রান্নার আগে শাকসবজি ও অন্যান্য খাদ্যসামগ্রী ভালোভাবে ধুতে হবে। এ সময় অবশ্যই হাত ধুতে হবে।
# মাংস, বিশেষ করে গরুর মাংস পুরোপুরি সেদ্ধ করে খেতে হবে।
# টয়লেটে যাওয়ার সময় অবশ্যই শিশুদের স্যান্ডেল পরার অভ্যাস করতে হবে।
Source: (www.doctorola.com)
-
Thanks...