Daffodil International University

Educational => You need to know => Topic started by: rumman on October 26, 2016, 03:23:46 PM

Title: Strange benefits of toothpastes
Post by: rumman on October 26, 2016, 03:23:46 PM
১. পুরোনো রূপার গয়নার চাকচিক্য বাড়াতে টুথপেস্ট কার্যকরী। গয়নায় টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. জুতায় কোনো বিচ্ছিরি দাগ লেগে গেলে সেখানে টুথপেস্ট লাগিয়ে ভেজা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।
৩. আসবাবে কোনো দাগ লাগলেও টুথপেস্ট লাগিয়ে ভেজা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।
৪. মশা কিংবা অন্য কোনো পোকা কামড় দিলে ত্বক চুলকায় কিংবা জ্বালাপোড়া করে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিলে নিমিষে জ্বালাপোড়াভাব ও চুলকানি কমে যায়।
৫. কার্পেট কিংবা কাপড়ে খাবারের দাগ লেগে গেলে সেখানে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষুন। এরপর কাপড় ভিজিয়ে আলতো করে মুছে ফেলুন। কার্পেট ও কাপড়ের মশলার দাগ তুলতে টুথপেস্টের জুড়ি নেই।
৬. রান্না করতে গিয়ে অনেকের হাত পুড়ে যায় কিংবা তেল ছিটে গায়ে এসে পড়ে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালাপোড়াভাব কমে যাবে এবং ফোসকা পড়ার ভয়ও থাকবে না।
৭. রান্না করার সময় নখে হলুদের দাগ লেগে গেলে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন। নখের হলুদেভাব চলে যাবে।
৮. ত্বকের জন্যেও টুথপেস্ট বেশ উপকারী। রাতে ব্রণের ওপর টুথপেস্ট লাগিয়ে রাখুন। টুথপেস্ট ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণে জমে থাকা পুঁজ শুকিয়ে ফেলে, ত্বকে ইনফেকশন হতে দেয় না।
৯. দুধের গন্ধ যায়ই না ফিডার থেকে। ভাবনার কিছু নেই। টুথপেস্ট মুহূর্তেই সুগন্ধ এনে দেবে। একটু পেস্ট দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১০. ঝাপসা আয়নার কারণে শেভ করতে গিয়ে কেটে ফেলেছেন? ননজেল টুথপেস্ট দিয়ে আয়না পরিষ্কার করে নেবেন। দেখবেন, ঘণ্টাখানেক শাওয়ার নেয়ার পরও আয়না ঝাপসা হচ্ছে না।
১১. ননজেল টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করুন। বেসিনে কোনো জীবাণু থাকবে না।
১২. শিশুরা দেয়ালে আঁকাজোকা করবেই। এই শিল্পকর্ম মুছে ফেলতে টুথপেস্টই ভরসা। ননজেল টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 ১৩. কাপড় থেকে কলমের কালি, লিপস্টিকের দাগ তুলতে ননজেল টুথপেস্ট ব্যবহার করুন।
১৪. জলছাপ পড়েছে ফার্নিচারে? দুধ, চা-কফি পড়েছে? এবার ননজেল টুথপেস্ট দিয়ে কাঠের ওপর নরম কাপড় দিয়ে ঘষুন। কাঠে নতুন রঙ করতে চাইলে অবশ্যই শুকিয়ে নেবেন।
১৫. মুখের দুর্গন্ধ যেমন দূর করে, তেমনি হাতেরও  তীব্র ও কটু  দুর্গন্ধ দূর করতে চাইলে টুথপেস্ট দিয়ে হাত ধুয়ে নিন।

Title: Re: Strange benefits of toothpastes
Post by: omarsharif on November 30, 2016, 12:50:03 PM
অজানা অনেক কিছু জানা গেল। নতুন আইডিয়া বিজনেসের। শুধু গুনাগুণ প্রচার করাটা হচ্ছে চ্যালেঞ্জ।
Title: Re: Strange benefits of toothpastes
Post by: Anuz on November 30, 2016, 01:30:00 PM
অনেকগুলো প্রয়োজনীয় তথ্য একসাথে জানা হোল ......... অনেক অনেক ধন্যবাদ