Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Tourism & Hospitality Management (THM) => Topic started by: Shakil Ahmad on October 26, 2016, 06:09:55 PM

Title: দুর্যোগে মৃত্যু বেশি হাইতিতে
Post by: Shakil Ahmad on October 26, 2016, 06:09:55 PM
২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই হাইতি সম্প্রতি প্রবল সামুদ্রিক ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে। দুর্যোগের কবলে পড়ে দেশটিতে গত দুই দশকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে সেখানে অন্তত ৪৭৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে গত দুই দশকে দুর্যোগে প্রায় দুই লাখ ৩০ হাজার মৃত্যু হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি প্রশমন সংস্থার (ইউএনআইএসডিআর) একটি নতুন গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে গত ২০ বছরের অন্তত সাত হাজার দুর্যোগের তথ্য-উপাত্তের বিশ্লেষণ রয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ প্রতিবেদনকে ‘বৈষম্যের সাংঘাতিক অভিযোগ’ আখ্যা দিয়েছেন।
এএফপি
Title: Re: দুর্যোগে মৃত্যু বেশি হাইতিতে
Post by: smriti.te on December 13, 2016, 12:19:00 PM
So sad... :(
Title: Re: দুর্যোগে মৃত্যু বেশি হাইতিতে
Post by: A.S. Rafi on March 20, 2017, 07:07:44 PM
 :'(