Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Topic started by: Anuz on November 01, 2016, 02:38:24 PM
-
২০টি আইফোন-৭ বেচে একটি ফ্লাট কিনেছেন এক চীনা নারী। আইফোনগুলি তিনি প্রেমিকদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। বলা ভাল, উপহার দিতে বাধ্য করেছিলেন। চীনা মিডিয়া ছাড়িয়েও এখন ওই নারীর খবর সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
প্রথমেই অনেকেই এ খবরকে গুজব ভেবেছিলেন। পরে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেটিকে নিশ্চিত করেছে। কোনো এক ব্লগিং সাইটে এক ব্যক্তি তার এই সহকর্মীর কথা জানিয়েছেন।
জানা গেছে, পারিবারিক কারণে বেশ অর্থকষ্টেই ছিলেন ওই নারী। ফ্লাট কেনা তার পক্ষে ছিল দুঃসাধ্য ব্যাপার। কিন্তু অভিনব এক উপায় খুঁজে বের করেন তিনি। তা হলো- উপহার হিসেবে প্রেমিকদের কাছ থেকে আইফোন নেওয়া এবং তা বিক্রি করা।
তিনি যে একসঙ্গে ২০টি ফোন বিক্রি করেছিলেন তাও নিশ্চিত করা গেছে। যে ওয়েবসাইটের মাধ্যমে তিনি বিক্রি করেছিলেন সেখানে যোগাযোগ করা হলে জানা যায়, সত্যিই এক নারী একসঙ্গে এতগুলো আইফোন-৭ বিক্রি করেছিলেন।
সেই সহকর্মী জানান, তার তথাকথিত প্রেমিকদের থেকে ফোনগুলো পেয়েছিলেন ওই নারী। বলা ভাল, প্রেমিকদের এই উপহার দিতে তিনি বাধ্যই করেছিলেন। পরে এই টাকায় নাকি তিনি ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করেন।
সামাজিক সম্মানের স্বার্থেই সেই প্রেমিকা নারীর পরিচিতি সামনে আনা হয়নি। তবে এ খবর ছড়িয়ে পড়ার পর সবার জিজ্ঞাসা একটাই, সেই ২০ প্রেমিক গেল কোথায়? বলা বাহুল্য এর কোনো উত্তর মেলেনি।