Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Anuz on November 16, 2016, 11:24:34 AM

Title: ব্রাজিলের জয়রথ চলছেই
Post by: Anuz on November 16, 2016, 11:24:34 AM
তিতে দায়িত্ব নেওয়ার পর বদলে যাওয়া ব্রাজিলের থামার কোনো লক্ষণই নেই। পেরুকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পেরুর মাঠে ম্যাচের ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে রেনাতো আগুস্তোর গোলটিও বানিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড।
এই জয়ে অনন্য একটি রেকর্ড গড়ল তিতের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জিতল ব্রাজিল।
দ্বাদশ রাউন্ড শেষে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ২৭। কোনো অঘটন না ঘটলে ব্রাজিলকে ছাড়া কোনো বিশ্বকাপ আয়োজনের নজির তৈরি হবে না।
Title: Re: ব্রাজিলের জয়রথ চলছেই
Post by: maisalim2008 on December 14, 2016, 12:02:18 PM
Keep going!