Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Anuz on November 17, 2016, 11:26:25 AM
-
একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করল মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল।
একীভূত কোম্পানি হিসেবে রবি’র বাণিজ্যিক কার্যক্রম শুরুর মাধ্যমে বুধবার থেকে দেশের টেলিযোগাযোগ খাতে প্রথম একীভূতকরণ কার্যকর হল।
রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবি ও এয়ারটেল একীভূত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। রবি’র পাশাপাশি কোম্পানির একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকছে ‘এয়ারটেল’।
একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ২২ লাখ, যা অপারেটরের গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে। পাঁচ কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণ ফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবি’র অর্ধেকের বেশি অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।
রবি ও এয়ারটেল একীভূত হওয়ার ফলে দেশজুড়ে কোম্পানিটির ‘সবচেয়ে’ বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরও শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছে অপারেটরটি।
-
What will be the benefits of users?