Daffodil International University

General Category => Common Forum => Topic started by: naser.te on November 21, 2016, 08:39:07 AM

Title: কী বানানটা যেন কী?
Post by: naser.te on November 21, 2016, 08:39:07 AM
আমরা অনেকেই মনে করি কি ও কী-এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোর যেকোনো একটা লিখলেই চলে। কিন্তু বন্ধুরা, কি আর কী একেবারেই আলাদা। এদের পার্থক্য জানা থাকলে এবং ঠিকঠাক মতো শব্দ দুটোর প্রয়োগ ঘটালে বাক্যের অর্থ চট করে বুঝে ফেলা যায়।

যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হবে; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হবে। যেমন :

ক. i) তুমি কি খাবে? তুমি না খেলে খাবারটা ভিখিরিকে দিয়ে দেবো।

    ii) তুমি কী খাবে— ভাত না রুটি?

http://bangla.bdnews24.com/kidz/article1245597.bdnews
Title: Re: কী বানানটা যেন কী?
Post by: Anuz on November 22, 2016, 05:57:17 PM
Nice to know