Daffodil International University
Health Tips => Health Tips => Hair Loss / Hair Maintenance => Topic started by: Karim Sarker(Sohel) on November 26, 2016, 06:33:16 PM
-
আগামী দুই মাসের জন্য প্রস্তুত তো? দাওয়াত বা জম্পেশ আড্ডা তো আছেই; শীতের সন্ধ্যা উপভোগ করতে হুটহাট বের হওয়াও হবে অনেক। শীত বলে কথা। সাজগোজও চলবে জমকালো স্টাইলে। শীতের রুক্ষতা তো আছেই। সঙ্গে যোগ হবে প্রতিদিনের চুলের সাজ। বুঝতেই পারছেন, চুলের অবস্থা কী হবে! এ সময় নিয়মিত যত্নই চুলকে রাখবে স্বাস্থ্যোজ্জ্বল আর প্রাণবন্ত। পাশাপাশি পরিষ্কার রাখবে মাথার ত্বককেও। এমনই চারটি সহজ উপায় নিচে জানিয়ে দেওয়া হলো।
ভিনেগার দিয়ে চুল ধোয়া
চুলে অনেক কিছুর ব্যবহার যেমন স্প্রে, জেল, সাময়িক রং চুলকে করে তোলে নিষ্প্রাণ। আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুলে এই চটচটে বা রাসায়নিক তরল পদার্থগুলো চলে যাবে অনেকাংশেই। এতে করে চুলের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা যাবে। ঢাকার বিভিন্ন সুপার শপেই পাওয়া যায় আপেল সিডার ভিনেগার।
তেলে চুল ভাজা
চুলের রুক্ষতা দূর করতে তেলের কোনো বিকল্প নেই। সপ্তাহে অন্তত দুদিন তেল দেওয়া চুলে গরম পানি দিয়ে ভেজানো তোয়ালে পেঁচিয়ে রাখুন। ৩০ মিনিট এভাবেই রাখুন। এরপর শ্যাম্পু করে অতিরিক্ত তেল ধুয়ে ফেলুন। চুলে তেল মালিশ করার সময় একটু গরম করে নিলে আরাম ও ফল—দুটোই ভালো আসবে।
প্রাকৃতিক জিনিস ব্যবহার
শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার না করেও কিন্তু ঝলমলে চুল পাওয়া যাবে। এক চামচ বেকিং সোডা এক বাটি পানির সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে হবে। এপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর এক চামচ আপেল সিডার ভিনেগার এক বাটি পানির সঙ্গে মিশিয়ে নিন। এবার এটা দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল নরম করার জন্য কন্ডিশনার হিসেবে মধু মেশাতে পারেন। ৪-৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
ডিটক্স মাস্ক
দুই চা-চামচ বেকিং পাউডার, তিন টেবিল চামচ জলপাই তেল, দুই চা-চামচ দারুচিনি পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। মাথার ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগালেই হবে।
Collected ----
-
Essential post but time short for maintenance the system.
thank you.