Daffodil International University
IT Help Desk => News and Product Information => Topic started by: rumman on December 05, 2016, 01:58:13 PM
-
(http://www.kalerkantho.com/assets/news_images/2016/12/05/0014097_kalerkantho-16-12-5.jpg)
রণক্ষেত্র অথবা ভয়াবহ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে যেখানে হেলিকপ্টারও উড়তে পারে না, সেখানেও পৌঁছে যাবে একটি অ্যাম্বুল্যান্স। এটি আদতে একটি স্বয়ংক্রিয় উড়ন্ত রোবটিক অ্যাম্বুল্যান্স (এএফআরএ বা ‘আফরা’)।
এটিকে চালাবে সর্বাধুনিক একটি রোবট।
এটি বানিয়েছে ইসরায়েলি সংস্থা ‘আরবান অ্যারোনটিক্স’। সংস্থার ‘আফরা’ অপারেশন ম্যানেজার, রোবট প্রযুক্তিবিদ মঞ্জুলা থাপার বলেন, “১ ডিসেম্বর ‘আফরা’র প্রথম পরীক্ষামূলক ওড়ানো হয়েছে। আমরা এই ফ্লাইং রোবটিক অ্যাম্বুল্যান্সটির নাম দিয়েছি ‘করমোর্যান্ট’। আগামী দিনে এটিতে কোনো পাইলটও চাপতে পারবেন। নিয়ে যাওয়া যাবে একটু ভারী যন্ত্রপাতিও। রণক্ষেত্রে অসুস্থ সেনা বা প্রাকৃতিক দুর্যোগকবলিত মানুষের সার্জারির প্রয়োজনে। ”
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Source: কালের কণ্ঠ ডেস্ক ৫ ডিসেম্বর, ২০১৬