Daffodil International University
Faculty of Engineering => Textile Engineering => Topic started by: smriti.te on December 06, 2016, 11:21:38 AM
-
নারায়ণগঞ্জের টানবাজারে সুতার দাম মানভেদে প্রতি পাউন্ড সুতায় সর্বনিম্ন ৪ থেকে সর্বোচ্চ ১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
১০ কাউন্টের সুতা পাউন্ডপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। দেড় মাস আগেও এ সুতা বাজারে বিক্রি হয়েছিল ৪৫ টাকায়। ২০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা দরে। ৩০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ৯১-৯৫ টাকায়। একই সুতা এক মাস আগে বিক্রি হয়েছে ৯০-৯২ টাকায়। ৪০ কাউন্টের সুতা প্রতি পাউন্ড ১০৮-১১২ টাকায় বিক্রি হলেও আগে একই সুতা বিক্রি হয়েছে ১০৪-১০৫ টাকায়। এছাড়া ৫০ কাউন্টের সুতা এক মাস আগে ১২০-১২২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১২৮-১৩৩ টাকা দরে। সে হিসাবে এ সুতার দাম বেড়েছে পাউন্ডপ্রতি ১০-১২ টাকা।
৬০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ১৩২-১৩৮ টাকা দরে। আগে একই সুতা বিক্রি হয়েছে ১৩০-১৩৫ টাকায়। ৮০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ২২৫-২৩০ টাকা দরে। এক মাস ধরে এ সুতার দাম স্থিতিশীল রয়েছে।
এই সময় তাঁতিরা শীতের জন্য মোটা সুতা দিয়ে ভারী কাপড় তৈরি করছেন।
শীত মৌসুমে এমনিতেই সুতার বাজার ভালো থাকে। সে হিসেবে এখনো শীতের বেচাকেনা পুরোদমে শুরু হয়নি। শীতের তীব্রতা বাড়লে বাজারে সুতার আরো চাহিদা বাড়বে।
এ মৌসুমে ১০ ও ২০ কাউন্টের সুতার চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ায় বাজারে এ ধরনের সুতার দাম বাড়তির দিকে। একই সঙ্গে ৫০ ও ৬০ কাউন্টের সুতার চাহিদাও বেড়েছে। এ ধরনের সুতা দিয়ে গার্মেন্ট ও হোসিয়ারি পণ্য উৎপাদন হয়। চাহিদা থাকায় এ দুই কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ৪-৫ টাকা।
-
:(
-
Oh No!
-
:(
-
Ooooooooooo................ No..........
-
Very sad.