Daffodil International University
Health Tips => Health Tips => Cancer => Topic started by: rumman on December 07, 2016, 12:06:51 PM
-
নারীদের জন্য সুখবর! স্তন ক্যান্সারের অস্ত্রোপচার এখন একবার করলেই চলবে। অস্ত্রোপচারও হবে একেবারে নিখুঁত।
কাটা যাবে না সুস্থ কোষগুলো। গবেষকরা বলছেন, তাঁরা এমন অপটিক্যাল ফাইবার বানিয়েছেন, যা দিয়ে একবার অস্ত্রোপচার করেই স্তনে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ ধ্বংস করা যাবে।
এই ক্যান্সার সাধারণত একজন নারীকে সারাজীবন ভোগায়। আর মরণ যন্ত্রণা থেকে বাঁচতে তাকে অপারেশনের টেবিলে যেতে হয় কয়েকবার। স্তন ক্যান্সার নিয়ে এই সুখবরটি সম্প্রতি ছাপা হয়েছে বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘ক্যান্সার রিসার্চ’-এ। যার মূল গবেষক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক শার্টনার। তিনি জানান, এখন প্রায় ৪০ শতাংশ রোগীকে দুই থেকে তিনবার অপারেশনের টেবিলে যেতে হয়। কারণ, ক্যান্সারের জন্য দায়ী কোষগুলোকে একবারের অস্ত্রোপচারে পুরোপুরি ধ্বংস করা যায় না। অনেক সময় সুস্থ কোষও কাটা পড়ে। তিনি বলেন, ‘এসব অসুবিধা দূর করতে আমরা বিশেষ এক ধরনের অপটিক্যাল ফাইবার বানিয়েছি। যা দিয়ে প্রথমবার সার্জারির টেবিলেই স্তনে বাসা বাঁধা সব ক্যান্সার কোষ শনাক্ত করা যাবে। ’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Source: কালের কণ্ঠ ডেস্ক ৭ ডিসেম্বর, ২০১৬
-
Realy good news..thanks for sharing...