Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Anuz on December 20, 2016, 01:26:02 PM

Title: এইডস্ এর ভ্যাকসিন ব্যবহারের পার্শ্ব-প্রতিক্রিয়াসমূহ
Post by: Anuz on December 20, 2016, 01:26:02 PM
এইডস্ প্রতিষেধক ওষুধ এইডস্ রোগীদের যেমন নতুন দিগন্ত দিয়েছে তেমনি এর বিরূপ প্রভাবও সবাইকে ভাবিয়ে তুলেছে।
এইডস্ এর ভ্যাকসিন ব্যবহারে স্নায়ু-দুর্বলতা সহ মস্তিষ্কে বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে।
পার্শ্ব-প্রতিক্রিয়ার ফলে বিভিন্ন রোগ যেমন কোন কিছু সহজে ভুলে যাওয়া, কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা, মানবিক আচরণে প্রভাব ইত্যাদি সংঘটিত হয়ে থাকে বলে গবেষকরা দৃঢ়-প্রত্যয় ব্যক্ত করেন।
গবেষণায় বলা হয়, অন্যান্য কার্যকরী প্রতিষেধকের মত এইচ.আই.ভি প্রতিষেধক হাঁপানি রোগ সৃষ্টি করে থাকে। এইচ.আই.ভি ভ্যাকসিন ব্যবহারের ফলে এর কতটুকু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয় তার পরিমাণ নির্ণয় করার জন্য দুটো অনুজীবের উপর এক প্রকার মডেল তৈরি করেন আমেরিকার বিখ্যাত গবেষকরা। এরপরে,মানব দেহের অভ্যন্তরীণ কোষগুলোর কার্যক্রম নিয়ে গবেষণা চালান।
আমেরিকার বিখ্যাত গবেষক জর্ডান শিডো এ বিষয়ে বলেন, আমাদের গবেষণা আপনাদের ভাবিয়ে তুলতে পারে কিন্তু আমরা এর পার্শ্ব-প্রতিক্রিয়া কীভাবে কমানো যায় কিংবা কীভাবে এ থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।