Daffodil International University
Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Md. Anwar Hossain on January 03, 2017, 04:29:02 PM
-
প্রশ্নঃ ইন্টারপোল বলতে কি বুঝায়?
উত্তরঃ International Policing Agency.
প্রশ্নঃ ইন্টারপোল নামকরণ হয়েছে কিভাবে?
উত্তরঃ ইন্টারপোল নামকরণ হয়েছে International এর Inter এবং Police এর pol নিয়ে।
প্রশ্নঃ ইন্টারপোল পরিচালিত হয় কোন কমিটির মাধ্যমে?
উত্তরঃ ‘জেনারেল অ্যাসেম্বলি’ নামক কমিটির মাধ্যমে।
প্রশ্নঃ ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ 1923 সালে।
প্রশ্নঃ Interpol এর দাপ্তরিক (Official) নাম কী?
উত্তরঃ International Criminal Police Organization.
প্রশ্নঃ Interpol –এর পূর্ব নাম কী?
উত্তরঃ International Criminal Police Commission.
প্রশ্নঃ ইন্টারপোল কি ধরনের সংস্থা?
উত্তরঃ পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
প্রশ্নঃ ইন্টাপোলের (বর্তমান) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লিও, ফ্রান্স।
প্রশ্নঃ ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া।
প্রশ্নঃ ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়?
উত্তরঃ 1946 সালে।
প্রশ্নঃ ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে স্থানান্তর করা হয়?
উত্তরঃ 1989 সালে।
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ সংস্থা এর বর্তমান সদস্য রাষ্ট্র?
উত্তরঃ 190 টি।
প্রশ্নঃ ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কত ছিল?
উত্তরঃ 50টি।
প্রশ্নঃ ইন্টারপোলের 190তম সদস্য দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিন সুদান (31 অক্টোবর 2011)।
প্রশ্নঃ ইন্টারপোলের অফিসিয়াল ভাষা কয়টি ও কি কি?
উত্তরঃ চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবী।
প্রশ্নঃ বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ কবে?
উত্তরঃ 14 অক্টোবর 1976।
প্রশ্নঃ ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
উত্তরঃ International Criminal Police Review.
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ সংস্থা এর সংক্ষেপন?
উত্তরঃ ICPO.
-
Thank you for sharing the post..