Daffodil International University
General Category => Common Forum => Topic started by: khyrul on January 09, 2017, 03:11:44 PM
-
ডিম খেতে অনেকেই পছন্দ করেন। ডিমের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণও। সাধারণত ডিম বাজার থেকে কিনে আমরা ফ্রিজে রাখি। তবে ডিম কি ফ্রিজে রাখা ঠিক?
এসআইবিএল হাসপাতালের পুষ্টিবিদ তায়েবা সুলতানা বলেন, ‘ডিম ফ্রিজে না রাখলেও চলে। তবে ফ্রিজে রাখা যাবে না সেটি নয়। ফ্রিজে না রাখলেও এমনিতেই ডিম কক্ষ তাপমাত্রায় (রুম টেমপারেচার) দুই সপ্তাহ ভালো থাকে। আর ফ্রিজে ডিম পাঁচ সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে।’
তবে ফ্রিজে ডিম রাখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করার কথা জানিয়ে তায়েবা সুলতানা বলেন, ‘ডিমের মধ্যে একধরনের ব্যাকটেরিয়া থাকে, যার নাম স্যালমোনেলা। ডিম ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়াটি অন্যান্য খাবারে ছড়িয়ে যেতে পারে। এই ব্যাকটেরিয়া ডায়রিয়া, বমি ইত্যাদি থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই সমস্যা থেকে রক্ষার জন্য ডিম ফ্রিজে রাখার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।’
‘ডিমে ময়লা থাকলে বাজার থেকে এনে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। আবার অতিরিক্ত গরম পানি দিয়ে ধোয়া যাবে না। এ ছাড়া ডিম বক্সে করেও রাখা যেতে পারে; পলিথিনে মুড়েও রাখা যেতে পারে। ফ্রিজের যেই অংশে ডিম রাখা হবে সেখানে অন্য কোনো খাবার না রাখাটাই হবে ভালো কাজ।’
তবে ডিম যেহেতু অনেক দিন ফ্রিজে না রাখলেও ভালো থাকে, তাই স্বাভাবিক কক্ষ তামপাত্রায় রাখা এবং খুব বেশি দিন সংরক্ষণ করতে চাইলে সতর্কতা অবলম্বন করে ফ্রিজে রাখার পরামর্শ দেন তিনি।
(সূত্র:ntv online)
-
Nice Writing. It was really informative.