Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Saujanna Jafreen on January 23, 2017, 11:51:22 AM
-
শীতের সঙ্গে মোজার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আর মোজা বিভিন্ন সময়ের প্রতীকী চিহ্নও। তবে এবার মোজা সম্পর্কে জানা যাক বেশ কিছু মজার তথ্য।
শিশু সৈন্যদের স্মরণে
জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে ৬ হাজার মোজা বোনা হয়েছে, যার আনুমানিক মূল্য ষাট হাজার ইউরো৷ শিশু সেনা বন্ধের প্রতীক হিসেবে এই অর্থ প্রদান করা হবে শিশুসেনা বিরোধী একটি সংগঠনকে৷ প্রথম বিশ্বযুদ্ধে যে সব শিশু সৈন্য অংশ নেয়, তাদের কথা স্মরণেই এই সাহায্য।
ময়লা মোজার গন্ধ
একটি গবেষণার ফলাফলে জানা গেছে, ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা মানুষের শরীরের গন্ধে আকৃষ্ট হয়েই কামড় বসায়। বিজ্ঞানীরা তা কাজে লাগিয়েই মশা নিধনের যন্ত্র বের করেছেন, যাতে মোজার গন্ধে আকৃষ্ট হয়ে ওই যন্ত্রে পা দিলেই মশা যায় মরে। এই গবেষক দলের প্রধান কেনিয়ার বিজ্ঞানী ফ্রেদ্রোস ওকুমু। এই গবেষণায় অর্থ সাহায্য দিয়েছে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
মোজার প্রদর্শনী
জার্মানির ব্রেমেন শহরে মোজা বিষয়ক একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। যেখানে একজন মানুষ তার জীবনে কতগুলো মোজা ব্যবহার করেন, তার একটা হিসেব দেওয়া হয়েছে। তবে বলা বহুল্য, এই তথ্য জার্মানির মতো শুধু শীতপ্রধান দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।
নীল রং-এর মোজা
পুরনো, একটা কাছের মানুষদের কাছ থেকে ধার করা এবং একটা নীল রং-এর জিনিস পরতে হয়। একে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। আদতে এই ঐতিহ্যের শুরু অ্যামেরিকায় হলেও, এখন সারা ইউরোপেই তা ছড়িয়ে গেছে।
নারীদের ফ্যাশন মোজা
মোজা শুধু শীত নিবারণের জন্য নয়, পায়ের সৌন্দর্য্য চর্চায়ও লম্বা মোজা ব্যবহার করা হয়। তবে একথা ঠিক যে, এ সব মোজা সাধারণত শীতপ্রধান দেশের মেয়েরাই বেশি পরে থাকেন। এ ধরণের মোজা পায়ের সৌন্দর্য্য অনেকখানি বাড়িয়ে দেয়, অর্থাৎ পা দুটোর ত্বক অনেক বেশি মসৃণ, চকচকে এবং আকর্ষণীয় লাগে। তা ছাড়া মোজা শীত থেকে খানিকটা হলেও যে রক্ষা করে।
মোজা নিয়ে গবেষণা
বোরিস গ্রুনভাল্ডের নামের এক ব্যক্তি জার্মানির ম্যুন্সটার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইনের ওপর ডিপ্লোমা করেছেন৷ তিনি ‘থিসিস’ বা গবেষণা-কর্মে এক জোড়া মোজার একটি প্রায়ই খুঁজে পাওয়া যায় না কেন-এই মজার বিষয়টিও স্থান পেয়েছে৷
দুর্গন্ধহীন মোজা
বার্লিনের এক প্রকার মোজা পাওয়া যায় যার শতকরা ১ ভাগ বিশুদ্ধ রূপা৷ আর সেই মোজা পায়ে দিলে দুর্গন্ধ তো হবেই না, বরং এ মোজা পরে ৯০ মিনিট ফুটবল খেলার পরও মোজা থেকে কোনো গন্ধ বের হবে না৷
-
unavoidable ... >:(