Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Shahrear.ns on January 29, 2017, 05:21:02 PM

Title: একটু হাসুন !!
Post by: Shahrear.ns on January 29, 2017, 05:21:02 PM
তোর মেয়েটা আমাকে
স্যার : কিরে মন খারাপ কেন?
রফিক : স্যার কই নাতো।
স্যার : আরে লজ্জা পাওয়ার কি আছে, বন্ধু ভেবে বলে ফেল।
রফিক : আর বলিস না দোস্ত। তোর মেয়েটা আমাকে আর আগের মতো ভালোবাসে না।
***

ভালোবাসার ওজন কত
শ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন-

শিক্ষক : ভালোবাসার ওজন কত?

বল্টু : ৮০ কেজি স্যার।

শিক্ষক : কীভাবে বুঝলে?

বল্টু : ভালোবাসা মানে দুইটা মনের মিলন। আমরা জানি, ১ মন সমান ৪০ কেজি। তাহলে ২ মন সমান ৮০ কেজি। সুতরাং ভালোবাসার ওজন ৮০ কেজি (প্রমাণিত)।
***

অফিস দায়ী নয়
বল্টু : স্যার, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো।
স্যার : কেন?

বল্টু : গত সপ্তাহে বিয়ে করেছি। তাই আগের বেতনে দু’জনের চলাটা বেশ কষ্ট হবে স্যার।

স্যার : শুনুন, অফিসের বাইরের কোনো দুর্ঘটনার জন্য অফিস কোনোভাবেই দায়ী নয়। আর তার জন্য জরিমানা দিতেও অফিস রাজি নয়।
***

মশা দেখে হাততালি
পিতা মশা তার সন্তান বাচ্চা মশাকে বলল-

বাবা : যা একটু উড়ে আয় দেখি কেমন উড়তে পারিস?
বাচ্চা মশা জন্মের পর এই প্রথম উড়তে বেরিয়েছে তাই বেশি দূর গেল না। কিছুক্ষণ পর ফিরে এল। আসার পর পিতা মশা জিজ্ঞাসা করল-

বাবা : কেমন উড়লি?

বাচ্চা মশা : খুউব ভাল উড়েছি । আমার উড়া দেখে সব মানুষ হাততালি দিচ্ছিলো।
Title: Re: একটু হাসুন !!
Post by: Saujanna Jafreen on January 30, 2017, 10:54:54 AM
3rd one is the best.... ;D
Title: Re: একটু হাসুন !!
Post by: Mohammad Salek Parvez on January 30, 2017, 12:13:43 PM
the last 1 is unique.
Title: Re: একটু হাসুন !!
Post by: Shahrear.ns on January 30, 2017, 05:44:45 PM
 :D :D :D
Title: Re: একটু হাসুন !!
Post by: Md. Rasel Hossen on January 30, 2017, 06:45:33 PM
Thanks for your significant information....... :)