Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Rasel Hossen on February 05, 2017, 12:26:32 PM
-
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে দেশে উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আর এ কারণেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, দু’পক্ষের গোলাগুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা দুঃখজনক। গুলিতে সাংবাদিকের মৃত্যুর ঘটনা আগে কখনও শুনিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
শনিবার পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি গুলিতে সাংবাদিকের মৃত্যু আগে দেশে যে ক’টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে আগামী সংসদ অধিবেশনে জাতীয় পার্টি এ বিষয়ে জানতে চাইবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন- আমি আগেও বলেছি, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এ কারণে তাদের সময়ে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও যোগ্য বক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে তাদের দিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এর আগে এরশাদ পটুয়াখালী জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।