Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: subrata.ns on February 14, 2017, 10:32:58 AM

Title: ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগ্নেয়গিরি
Post by: subrata.ns on February 14, 2017, 10:32:58 AM
সম্প্রতি রাশিয়ার একটি অনুসন্ধানী দল রহস্যময় আগ্নেয়গিরির জ্বালামুখের সন্ধান মিলেছে। তারা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। ভয়ংকর সেই জ্বালামুখে বিজ্ঞানীরা-১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করেছেন।

সাইবেরিয়ার উত্তর দিকে প্রত্যন্ত অঞ্চল ‘ইয়ামাল পেনিনসুলাতে’ এ আগ্নেয়গিরি জ্বালামুখটির সন্ধান পাওয়া যায়।আবিষ্কৃত হওয়ার পর রাশিয়ান সেন্টার অফ আর্কটিক এক্সপ্লোরেশনের কয়েকজন বিজ্ঞানী সেখানকার পরিবেশের জন্য উপযুক্ত পোষাক পরে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নিয়ে সেই জ্বালামুখের ভেতরে প্রবেশ করেন। তারা জ্বালামুখের ৫৪ ফুট গভীর পর্যন্ত যান।
এই অনুসন্ধান দলের প্রধান ভ্লাদিমির পুশকারেভ জানিয়েছেন,এই প্রথমবারের মত কোন দল নিরাপদে এই জ্বালামুখের ভেতরে অবতরণ করতে পেরেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ঠাণ্ডায় জায়গাটা জমে শক্ত হয়ে যাওয়ার কারণেই।তবে বিজ্ঞানীরা এখনো জায়গাটা নিয়ে গবেষণা চালাচ্ছেন।