Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: Fatema Yeasmin on February 19, 2017, 10:13:15 AM
-
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার আয়োজনে বাংলা চ্যালেঞ্জ। যান্ত্রিক অনুবাদক গুগল ট্রান্সলেটে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্যই এ আয়োজন। এই চ্যালেঞ্জে গুগল ট্রান্সলেটরে কিছু বাংলা শব্দ দিতে হবে। শব্দটি ঠিক আছে কি না, তা যাচাই করা হবে। এই চ্যালেঞ্জের প্রথম কাজ শব্দ দেওয়া। এরপর কয়েকজনকে চ্যালেঞ্জ করতে হবে, যাতে তাঁরাও আপনার মতো কয়েকটি শব্দ গুগল অনুবাদকে দেন।
গতকাল উদ্বোধনী দিনে একটি কর্মশালার আয়োজন করা হয়। এর বিষয় ছিল গুগলের ওপেন সোর্স লাইব্রেরি টেনসর ফ্লো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, ডেপুটি একাডেমিক ডিরেক্টর মো. সরোয়ার হোসেন মোল্লা, জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান, উপদেষ্টা কাজী হাসান ও দূত মো. লিয়াদ আলম।
আজ এ আয়োজনের দ্বিতীয় দিনে অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। কাল সোমবার হবে পাইথন প্রোগ্রামিং ভাষার ওপর কর্মশালা।
http://www.prothom-alo.com/technology/article/1084147/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C