Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on February 27, 2017, 11:18:45 PM

Title: Natural views during returning home from permanent campus.
Post by: Reza. on February 27, 2017, 11:18:45 PM
আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস থেকে উত্তরা ফিরতে সময় লাগে ৩৫ - ৪০ মিনিট।
পথে পড়ে বিরুলিয়া -- মিরপুর বেড়িবাঁধ -- দিয়াবাড়ি -- পরিশেষে উত্তরা।
যেন মধুর প্রকৃতি ছেড়ে যান্ত্রিক শহরে প্রবেশ করা।
পথে কোন জ্যাম পড়ে না। শুধু দুই একটা ট্রাফিক সিগন্যালে একটু দাড়াতে হয়।
আমরা যারা ঢাকার জ্যামে প্রতিদিন জার্নি করে অভ্যস্থ - তাদের কাছে এই যাতায়াত খুব মধুর মনে হয়।
পথে ছোট নদী পার হতে হয় বিরুলিয়া ব্রীজ দিয়ে। এছাড়াও মিরপুর বেড়িবাধের রাস্তার চারিদিকের সবুজের সমারোহ মন ভালো করে দেয়।
দিয়া বাড়িতে এখন কাশফুল ফুটেছে। মাইলের পর মাইল  শুধু সাদা কাশফুল দেখা যায়। এই দিয়াবাড়ির পরিবেশ অন্য যে কোন এলাকার থেকে ভিন্ন ও মনোমুগ্ধকর।
Title: Re: Natural views during returning home from permanent campus.
Post by: Reza. on March 09, 2017, 10:47:34 PM
বিরুলিয়া ব্রীজ।
Title: Re: Natural views during returning home from permanent campus.
Post by: Reza. on March 09, 2017, 10:49:27 PM
মিরপুর বেড়িবাধ।
Title: Re: Natural views during returning home from permanent campus.
Post by: Reza. on March 09, 2017, 10:51:06 PM
পরিশেষে উত্তরা।