Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: refath on March 07, 2017, 11:35:24 AM

Title: Belief : Hadith 20
Post by: refath on March 07, 2017, 11:35:24 AM
Narrated 'Abdullah (bin 'Umar):

Once Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) passed by an Ansari (man) who was admonishing to his brother regarding Haya'. On that Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam) said, "Leave him as Haya' is a part of faith."

আবদুল্লাহ্ ইব্‌ন ইউসুফ (র) ......... আবদুল্লাহ্ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, একদিন রাসূলুল্লাহ্(সা)  এক আনসারীর পাশ দেয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নসীহত করছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারন লজ্জা ঈমানের অংগ।